বড়দিন বা ক্রিসমাস উপলক্ষে দেশজুড়ে সাজ সাজ রব। খ্রিস্টধর্মাবলম্বীদের এই পবিত্র উৎসবে মেতে উঠতে তৈরি সবাই। ঘর সাজানো থেকে চার্চে প্রার্থনা—সব মিলিয়ে উৎসবের আমেজ তুঙ্গে। আর এই উৎসবের মরশুমেই রাজ্যজুড়ে ছুটির লম্বা তালিকা নিয়ে সরকারি ও বেসরকারি কর্মীদের মধ্যে উদ্দীপনা তুঙ্গে।
পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে ২৫শে ডিসেম্বর বড়দিনের ছুটি ঘোষিত হয়েছে। তবে পশ্চিমবঙ্গ সরকার ২৪শে ডিসেম্বর অর্থাৎ ‘ক্রিসমাস ইভ’-কেও ঐচ্ছিক ছুটি (Optional Holiday) হিসেবে ঘোষণা করেছে। আইটি এবং কর্পোরেট সেক্টরের কর্মীরা যারা শনি ও রবিবার ছুটি পান, তারা ২৫ ও ২৬ তারিখের (বৃহস্পতিবার ও শুক্রবার) সাথে সপ্তাহান্ত মিলিয়ে টানা ৪ দিনের লম্বা ছুটির সুযোগ পেতে পারেন। অন্যদিকে, তেলঙ্গানায় ২৫ ও ২৬শে ডিসেম্বর দুই দিনই সরকারি ছুটি। ছুটির এই তালিকা এখানেই শেষ নয়; নতুন বছর ২০২৬-এর প্রথম দিন অর্থাৎ ১লা জানুয়ারিও ঐচ্ছিক ছুটি হিসেবে গণ্য হবে। ফলে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত উৎসবের আমেজে ছুটি উপভোগ করতে পারবেন কর্মীরা।