ফের অশান্ত বাংলাদেশ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে জ্বলছে ওপার বাংলা। এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই নয়া দিল্লির আশ্রয়ে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখ খুললেন। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। হাসিনার দাবি, ইউনূস এখন কট্টরপন্থীদের হাতের পুতুল মাত্র এবং বাংলাদেশের বিদেশনীতি পুরোপুরি মৌলবাদীদের কবজায় চলে গিয়েছে।
হাসিনা অভিযোগ করেন, তাঁর সরকার পতনের পর থেকেই বাংলাদেশে আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। ইউনূস সরকার সন্ত্রাসবাদীদের জেল থেকে মুক্তি দিয়ে মন্ত্রিসভায় জায়গা করে দিচ্ছে বলেও তিনি দাবি করেন। সংখ্যালঘু হিন্দু যুবক দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ড এবং ভারতীয় দূতাবাসে হুমকির ঘটনায় ইউনূস সরকারের ব্যর্থতাকে দায়ী করে হাসিনা বলেন, “ভারত সঠিকভাবেই উদ্বেগের সঙ্গে সব লক্ষ্য করছে। একটি দায়িত্বশীল সরকার কূটনৈতিক মিশন রক্ষা করে, কিন্তু ইউনূস সরকার দুষ্কৃতীদের যোদ্ধা বলে তকমা দিচ্ছে।” তাঁর মতে, ইউনূসের শাসন অভিজ্ঞতার অভাবেই আজ বাংলাদেশ আন্তর্জাতিক মহলে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে এবং দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নষ্ট করছে।