ড্রাফট লিস্টে নাম থাকলেও কি কাটতে পারে ভোট? হিয়ারিং নিয়ে কমিশনের কড়া চালে সিঁদুরে মেঘ!

ভোটার তালিকা সংশোধন ঘিরে এবার নতুন আশঙ্কার কথা সামনে এল। যাদের নাম খসড়া বা ড্রাফট তালিকায় নেই, কমিশন তাদের জন্য একটি পৃথক তালিকা প্রকাশ করেছে যেখানে নাম না থাকার কারণ (মৃত্যু, স্থানান্তর বা খুঁজে না পাওয়া) স্পষ্ট করা হয়েছে। কিন্তু বড় প্রশ্ন দেখা দিয়েছে ড্রাফট তালিকায় নাম থাকা ভোটারদের নিয়ে। কমিশন সূত্রে খবর, যাদের নাম ড্রাফট লিস্টে রয়েছে, তাদের ওপরও নজর রাখছে নির্বাচন কমিশন।

জানা যাচ্ছে, ড্রাফট তালিকায় নাম থাকা সত্ত্বেও কোনো ভোটারের তথ্য নিয়ে যদি কমিশনের মনে বিন্দুমাত্র সন্দেহ থাকে, তবে তাকে ‘হিয়ারিং’ বা শুনানির জন্য তলব করা হতে পারে। তবে ঠিক কী কারণে বা কোন তথ্যের গরমিলের জন্য তাদের ডেকে পাঠানো হবে, তা আগে থেকে জানানো হবে কি না, সে বিষয়ে এখনও কোনো নিশ্চয়তা মেলেনি। এই ধোঁয়াশা তৈরি হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা ছড়িয়েছে। ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখতে কমিশনের এই কঠোর অবস্থান অনেককেই দুশ্চিন্তায় ফেলেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy