উত্তর ২৪ পরগনার ন্যাজাট কাণ্ডে অবশেষে বড়সড় সাফল্য পেল পুলিশ। সন্দেশখালির দাপুটে নেতা ভোলা ঘোষকে ১৬ চাকার বিশাল ট্রাক দিয়ে পিষে মারার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হল মূল ঘাতক আলিম মোল্লাকে। গত কয়েকদিন ধরেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল।
পুলিশ সূত্রে খবর, ভোলা ঘোষকে টার্গেট করে অত্যন্ত পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছিল। ১৬ চাকার একটি ভারী ট্রাক ব্যবহার করে তাঁকে পিষে মারার চেষ্টা করা হয়, যা নিছক দুর্ঘটনা নাকি গভীর কোনো ষড়যন্ত্র, তা নিয়ে তদন্ত শুরু করেছিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ঘাতক আলিম মোল্লাকে জালে তোলেন তদন্তকারীরা। ধৃতকে আজই বসিরহাট আদালতে তোলা হবে। এই ঘটনার নেপথ্যে আর কারা জড়িত রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।