নির্বাচন কমিশন এবং বিজেপিকে তীব্র আক্রমণে বিঁধে ফের বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মিসভা থেকে তিনি অভিযোগ করেন, ভোটার তালিকা থেকে প্রায় দেড় কোটি সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার এক গভীর চক্রান্ত চলছে। ডিলিমিটেশন বা সীমানা পুনর্নির্ধারণের নামে এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি তাঁর।
এদিন দলীয় কর্মীদের চূড়ান্ত সতর্ক থাকার নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী সরাসরি তোপ দাগেন বিজেপির দিকে। তিনি বলেন, “বিজেপির খোকাবাবুদের আবদার, আরও দেড় কোটি নাম নাকি বাদ দিতে হবে! হাত ঘোরালে নাড়ু পাব আর তাই দিয়ে ভোটে জিতব—এই মানসিকতা নিয়ে বাংলা দখলের চেষ্টা চলছে।” তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, নির্বাচন কমিশন বিজেপির নির্দেশেই কাজ করছে।
নিজের আগ্রাসী মেজাজে মমতা আরও বলেন, “গলা কেটে দিলেও আমি মানুষের কথা বলব। মনে রাখবেন, বাংলা না থাকলে দেশ থাকবে না।” রাজ্যের ইতিহাস ভুলিয়ে দেওয়ার এবং বাংলার মানুষকে অসম্মান করার যে প্রচেষ্টা চলছে, তার বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করার ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।