মাঝ আকাশে ইঞ্জিন বিকল! মাঝপথ থেকেই দিল্লিতে ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

সোমবার ভোরে দিল্লি থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝ আকাশে ভয়াবহ যান্ত্রিক বিভ্রাট দেখা দেয়। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানের ডানদিকের ইঞ্জিনে অয়েল প্রেশার বা তেলের চাপ বিপজ্জনকভাবে কমতে শুরু করে। পরিস্থিতি বেগতিক বুঝে কোনো ঝুঁকি না নিয়ে পাইলট তড়িঘড়ি বিমানটিকে দিল্লিতে ফেরানোর সিদ্ধান্ত নেন।

ঠিক কী ঘটেছিল? ফ্লাইট নম্বর AI887 (বোয়িং 777-337 ER) ভোর ৩টা ২০ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল। উড়ান শুরু করার কিছুক্ষণ পরই পাইলটরা দেখেন ২ নম্বর ইঞ্জিনে অয়েল প্রেশার শূন্যে নেমে এসেছে। ইঞ্জিনে তেল না থাকলে সেটি অতিরিক্ত গরম হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। ফলে জরুরি নিরাপত্তা বিধি মেনে বিমানটিকে দিল্লিতে নিরাপদ অবতরণ করানো হয়।

যাত্রীদের বর্তমান অবস্থা: এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে থাকা সমস্ত যাত্রী এবং ক্রু সদস্যরা সুরক্ষিত রয়েছেন। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে বিমানটিকে কারিগরি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং সম্পূর্ণ ফিটনেস সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত সেটি পরিষেবায় ফিরবে না।

পরপর এয়ার ইন্ডিয়ার বিমানে এ ধরনের যান্ত্রিক ত্রুটির ঘটনায় বিমানের রক্ষণাবেক্ষণ ও যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। তবে সঠিক সময়ে পাইলটের বিচক্ষণতায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy