সংসারে চরম অনটন, মাথার ওপর ঋণের বোঝা—দিনমজুরি আর ছোট পানের দোকান চালিয়ে কোনোমতে দিন কাটছিল দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ব্লকের কৃষ্ণপদ সিংহের। লটারি কাটার নেশা ছিল ঠিকই, কিন্তু সাংসারিক অশান্তির জেরে তা প্রায় ছেড়েই দিয়েছিলেন। তবে শনিবার সকালে মাত্র ১৪০ টাকার লটারি কাটতেই পাল্টে গেল জীবনের সব হিসেব। ১ কোটি টাকা জিতে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন পাথরঘাটা এলাকার এই ক্ষুদ্র ব্যবসায়ী।
কৃষ্ণপদ পেশায় পান-বিড়ি বিক্রেতা হলেও একটি সমবায় ব্যাঙ্কে পিওনের কাজ করেন। এদিন ব্যাঙ্কে থাকাকালীনই লটারির ফলাফল মিলিয়ে দেখেন তিনি প্রথম পুরস্কার জিতেছেন। উত্তেজনায় ব্যাঙ্কেই চিৎকার করে ওঠেন তিনি। পরে নিরাপত্তার কথা ভেবে ব্যাঙ্ক ম্যানেজারের পরামর্শে লটারির টিকিট নিয়ে সোজা বংশীহারী থানায় হাজির হন তিনি ও তাঁর স্ত্রী গগনি সিংহ। কৃষ্ণপদর কথায়, “ঋণের দায়ে পাগল হয়ে যাচ্ছিলাম, সংসার চালানো দায় হয়ে পড়েছিল। ভগবান মুখ তুলে চেয়েছেন।” এই বিপুল টাকায় ধারের দেনা মিটিয়ে নতুন করে জীবন গড়ার স্বপ্ন দেখছে সিংহ পরিবার।