কুয়াশার দাপটে তাহেরপুরের সভায় সশরীরে পৌঁছাতে না পারলেও, দিল্লি ফিরে আক্রমণাত্মক মেজাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অডিও বার্তায় বাংলার ‘মহাজঙ্গলরাজ’ নিয়ে তোপ দাগার পর, এবার তাঁর নিশানায় যুবভারতী ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক লিয়োনেল মেসি-বিপর্যয়। শনিবার রাতে নিজের ‘এক্স’ হ্যান্ডেলে করা এক পোস্টে সরাসরি তৃণমূল সরকারকে এই অপমানের জন্য দায়ী করেছেন তিনি।
গত ১৩ ডিসেম্বর বিশ্বকাপজয়ী তারকা মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হয়েছিল যুবভারতীতে। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও প্রিয় তারকাকে কাছ থেকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। বিশৃঙ্খলা এমন পর্যায়ে পৌঁছায় যে, নিরাপত্তাহীনতায় মেসিকে নিয়ে মাঝপথেই স্টেডিয়াম ছাড়তে বাধ্য হন উদ্যোক্তারা। এই ঘটনাকে হাতিয়ার করে মোদী লিখেছেন, “তৃণমূলের অপশাসনের জন্য বাংলার ফুটবলপ্রেমীদের আজ অপমানিত হতে হল। মানুষের মন ভেঙেছে।”
প্রধানমন্ত্রী আরও যোগ করেন, গত কয়েক বছরে বাংলায় নারীশক্তির অবমাননা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। রাজনৈতিক মহলের ধারণা, তাহেরপুরের সভা থেকেই মেসি-কাণ্ড নিয়ে কড়া আক্রমণ করার পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রীর। কুয়াশার কারণে সভা সশরীরে না হওয়ায় সেই ‘অসম্পূর্ণ’ কাজ দিল্লি থেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারলেন তিনি।