কলকাতায় এক অনন্য ইতিহাসের সাক্ষী থাকল সাহিত্য জগৎ। বাণিজ্য এবং সাহিত্যের মেলবন্ধন ঘটিয়ে TV9 নেটওয়ার্কের উদ্যোগে শুরু হল বিশেষ ‘বিজনেস অ্যান্ড ইকোনমি লিটারারি ফেস্টিভ্যাল’। অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে TV9 নেটওয়ার্কের এমডি তথা সিইও বরুণ দাস বাঙালির হারিয়ে যাওয়া বাণিজ্যিক ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে এক নতুন দিশা দেখালেন। রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “বাংলা যেমন সাহিত্যের রাজধানী, তেমনই একসময় ভারতের বাণিজ্যিক রাজধানীও ছিল এই কলকাতা।”
বরুণ দাস তাঁর বক্তব্যে রামদুলাল দে সরকার, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং আলামোহন দাসের মতো কিংবদন্তি বাঙালি ব্যবসায়ীদের উদাহরণ টেনে আনেন। তিনি মনে করিয়ে দেন, মার্কিন ব্যবসায়ীরা একসময় ভালোবেসে জাহাজের নাম রেখেছিলেন ‘রামদালোল’। অথচ বর্তমান বাঙালি সমাজ যেন সেই গৌরবের ইতিহাস ভুলতে বসেছে। তাঁর কথায়, “আমরা লোভ আর আকাঙ্ক্ষাকে গুলিয়ে ফেলি। পরিশ্রম করে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা টাকা উপার্জনের ইচ্ছা কখনওই খারাপ নয়।”
রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বঙ্কিমচন্দ্র— দিকপাল সাহিত্যিকরা যে অর্থনীতির দর্শন নিয়ে চর্চা করেছিলেন, সে কথাও উঠে আসে তাঁর বক্তব্যে। বরুণ দাসের মতে, এই উৎসবের মূল উদ্দেশ্য হল সাহিত্যের মাধ্যমে বাঙালির সেই সুপ্ত ‘বাণিজ্যিক ডিএনএ’কে পুনরায় জাগিয়ে তোলা। বিশ্বমঞ্চে ভারতের দ্রুত অর্থনৈতিক উত্থানের কথা মাথায় রেখে আগামী দিনে এই উৎসবকে বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক সাহিত্য উৎসবে পরিণত করার অঙ্গীকার করেন তিনি।