“ওপারের মতুয়া-নমঃশূদ্ররা আমাদের ভাই, আমাদের রক্ত!” তাহেরপুরের সভা থেকে ভোটার তালিকা নিয়ে বড় আশ্বাস শমীক ভট্টাচার্যের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকতে না পারলেও, তাহেরপুরের সভা থেকে মতুয়া ও উদ্বাস্তুদের আশ্বস্ত করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ভোটার তালিকায় নাম থাকা নিয়ে মতুয়াদের মধ্যে যে সংশয় তৈরি হয়েছে, তা উড়িয়ে দিয়ে শমীক স্পষ্ট জানান, “ওপার থেকে আসা কোনও হিন্দু উদ্বাস্তুর নাম তালিকা থেকে বাদ যাবে না। যারা ধর্ম বাঁচাতে এপারে এসেছেন, বিজেপি সর্বদা তাঁদের পাশে আছে।”

রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে শমীক বলেন, “তৃণমূল সরকার আপনাদের জীবন ও যৌবন লুঠ করেছে। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বাংলাকে খাদের কিনারে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে।” এদিন নদিয়ার ঐতিহাসিক গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই মাটি বাঁচিয়েছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়রা। কৃষকদের সঙ্গে বেইমানির হিসেবও জনগণকে দিতে হবে বলে তিনি মন্তব্য করেন। একইসঙ্গে আসন্ন লড়াইয়ে সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে এক হওয়ার আহ্বান জানান বিজেপির রাজ্য সভাপতি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy