ভুল নম্বরে ফোন থেকে শুরু হয়েছিল প্রেম। সেই প্রেমের টানেই উত্তরপ্রদেশের এলাহাবাদ থেকে জলপাইগুড়ি ছুটে এসেছিলেন তৌসেফ আলি। কিন্তু চোদ্দো বছর পর সেই সাজানো সংসার এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ার মুখে। কারণ? বিয়ের পর এরাজ্যে থাকতে নিজের পরিচয় গোপন করে স্ত্রীর এক আত্মীয়কে ‘বাবা’ সাজিয়ে ভোটার ও রেশন কার্ড তৈরি করেছিলেন তৌসেফ। এখন দেশজুড়ে ভোটার তালিকা পরিমার্জন বা এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হতেই সেই ‘ভুয়ো বাবা’ বেঁকে বসেছেন।
জলপাইগুড়ির বাহাদুর গ্রামপঞ্চায়েতের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। তৌসেফের স্ত্রীর আত্মীয় আয়ুব আলি এখন বিডিও অফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন যে, তৌসেফ তাঁর ছেলে নয়। ফলে তৌসেফের নাম এখন ‘নো ম্যাপিং’ তালিকায়। নিজের ভুল স্বীকার করে তৌসেফ এখন সরকারি সাহায্যের আশায়। বিএলও জানিয়েছেন, শুনানির সময় সঠিক নথি না দেখাতে পারলে তৌসেফের নাগরিকত্ব ও পরিচয়পত্র বড়সড় সংকটে পড়বে। তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে এখন চরম দুশ্চিন্তায় দিন কাটছে এই ‘ঘরজামাই’ যুবকের।