ইংরেজি শিখতে আর ছুটতে হবে না শহরে! কেতুগ্রামে চালু হলো বর্ধমানের দ্বিতীয় সরকারি ইংরেজি মাধ্যম স্কুল

গ্রামের পড়ুয়ারাও এবার ইংরেজি শিক্ষায় হবে দড়। পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম ব্লকের গোপালপুর গ্রামে যাত্রা শুরু করল জেলার দ্বিতীয় সরকারি ইংরেজি মাধ্যম স্কুল। প্রায় পাঁচ বিঘা জমির ওপর ২ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই সুদৃশ্য স্কুল ভবনকে ঘিরে কেতুগ্রামবাসীর উৎসাহ এখন তুঙ্গে। প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার সুযোগ থাকছে এই বিদ্যালয়ে।

ইতিমধ্যেই স্কুলের পঠনপাঠন ও ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রথম দিনেই প্রথম শ্রেণিতে ৪০ জনের বেশি পড়ুয়া ভর্তি হয়েছে। স্কুলটি পরিদর্শনে এসে জেলা শাসক আয়েশা রাণী এ জানান, মন্তেশ্বরের পর কেতুগ্রামের এই স্কুলটি জেলার শিক্ষা মানচিত্রে নতুন পালক যোগ করল। এরপর খণ্ডঘোষ ও মঙ্গলকোট ব্লকেও এই ধরণের সরকারি ইংরেজি মাধ্যম স্কুল তৈরির পরিকল্পনা রয়েছে প্রশাসনের। আপাতত পার্শ্ববর্তী স্কুল থেকে তিনজন শিক্ষক দিয়ে কাজ শুরু হলেও দ্রুত পরিকাঠামো আরও উন্নত করা হবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy