যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে হওয়া বিশৃঙ্খলা ও আর্থিক অনিয়মের তদন্তে কোমর বেঁধে নেমেছে সিট (SIT)। মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের রিষড়ার বাড়িতে তল্লাশি চালিয়ে মেসির অনুষ্ঠান সংক্রান্ত প্রচুর গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন তদন্তকারীরা। এর পরেই শতদ্রুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।
আটকানো হলো টিকিটের ২০ কোটি টাকা: সিট সূত্রের খবর, ঘটনার দিন যুবভারতীতে প্রায় ২০ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল। যে তৃতীয় সংস্থার মাধ্যমে এই টিকিট বিক্রি হয়েছে, তাদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যাতে ওই টাকা কোনোভাবেই শতদ্রুর অ্যাকাউন্টে না পাঠানো হয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, দর্শকদের ক্ষতিপূরণ দেওয়ার কাজে এই টাকা ব্যবহার করা হতে পারে।
পাল্টা রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন শতদ্রু: পুলিশি জেরায় নিজের দায় অস্বীকার করেছেন শতদ্রু দত্ত। তাঁর দাবি, বিশৃঙ্খলার জন্য তিনি নন, বরং রাজ্য সরকারের একাংশ দায়ী। প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপে অতিরিক্ত ‘পাস’ বিলি করার কারণেই ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল বলে দাবি করেছেন তিনি। যেখানে রাজ্য সরকার বেসরকারি আয়োজককে দায়ী করছে, সেখানে শতদ্রুর এই পাল্টা অভিযোগ তদন্তে নতুন মোড় এনে দিয়েছে।