ভিকি-ক্যাটের জীবনে এল নতুন অতিথি! ক্যাটরিনা-পুত্রের বাবা হয়েই এ কী বললেন ভিকি কৌশল? জানলে চমকে যাবেন

বলিউডের পাওয়ার কাপল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের সংসারে এখন চাঁদের হাট। গত নভেম্বর মাসেই তাঁদের কোল আলো করে এসেছে এক পুত্রসন্তান। সম্প্রতি ‘ছাবা’ ছবির জন্য ‘বর্ষসেরা অভিনেতা’র পুরস্কার নিতে এসে নিজের নতুন জীবনের একগুচ্ছ গল্প শোনালেন অভিনেতা ভিকি কৌশল।

পুরস্কার হাতে নিয়ে আবেগঘন গলায় ভিকি বলেন, “এই সম্মান আমার পরিবার এবং আমার ছোট্ট ছেলের জন্য। ও আমাদের জীবনে এক আশীর্বাদ। বাবা হওয়ার পর এই প্রথম আমি ছেলেকে ছেড়ে শহরের বাইরে এসেছি, আর সত্যি বলতে ওকে ছাড়া থাকাটা আমার কাছে খুব যন্ত্রণার। তবে আমি নিশ্চিত, ও বড় হয়ে যখন দেখবে ওর বাবা পরিশ্রম করছে, তখন ও গর্বিত হবে।”

বাবা হওয়ার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মজার ছলে ভিকি জানান, এখন তাঁর রাতগুলো সব ‘ম্যাজিকাল’ হয়ে উঠেছে। তাঁর কথায়, “এখন অভিনয় ছেড়ে আমি ডায়াপার বদলাতেই বেশি আগ্রহী! দিনভর ওকে ঘিরেই এখন আমাদের জগৎ।” ২০২১-এ বিয়ের পর থেকেই এই দম্পতির ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। আগামীতে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে রণবীর সিং ও আলিয়া ভাটের সঙ্গে দেখা যাবে ভিকিকে। অন্যদিকে ক্যাটরিনা আপাতত মা হওয়ার পরবর্তী সময়টা চুটিয়ে উপভোগ করছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy