বাংলার মাটিতে মোদীর ‘পরিবর্তন সংকল্প’! তাহেরপুরে ৩২০০ কোটির উপহার নিয়ে পা রাখলেন প্রধানমন্ত্রী

শনিবার সকাল ১০টা ৩৩ মিনিটে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মুখ্যসচিব মনোজ পন্থ। সেখান থেকে হেলিকপ্টারে করে তিনি পৌঁছে গিয়েছেন নদিয়ার তাহেরপুরে। স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) বা ভোটার তালিকা সংশোধনের জেরে মতুয়া সম্প্রদায়ের উদ্বেগের মধ্যেই প্রধানমন্ত্রীর এই সফর রাজনৈতিকভাবে অত্যন্ত অর্থবহ।

উন্নয়ন ও শিলান্যাস: প্রধানমন্ত্রীর হাত ধরে আজ উদ্বোধন হচ্ছে ১২ নম্বর জাতীয় সড়কের কৃষ্ণনগর থেকে বড়জাগুলি পর্যন্ত প্রায় ৬৮ কিলোমিটার চার লেনের রাস্তার। পাশাপাশি বারাসত থেকে বড়জাগুলি পর্যন্ত ১৮ কিলোমিটার চার লেনের কাজের শিলান্যাসও করবেন তিনি। মোট ৩,২০০ কোটি টাকার বেশি প্রকল্পের উপহার দিচ্ছে কেন্দ্র।

বিপদের ছায়া: প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে আসার পথে ভোরে শৌচকর্ম করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ৩ বিজেপি কর্মীর। এই মর্মান্তিক দুর্ঘটনার রেশ সভার মেজাজে কিছুটা হলেও বিষাদের ছায়া ফেলেছে।

রাজনৈতিক বার্তা: কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সভায় দাঁড়িয়ে ঘোষণা করেছেন, ২০২৬ সালে ‘বিকশিত পশ্চিমবঙ্গ’ গড়াই বিজেপির প্রধান লক্ষ্য। সিএএ-র পর এবার এসআইআর নিয়ে প্রধানমন্ত্রী কোনো বড় আশ্বাসের কথা শোনান কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে মতুয়া সমাজ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy