ইডির জালে মিমি-অঙ্কুশ! বেটিং অ্যাপ কাণ্ডে টলিউড তারকাদের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

অনলাইন বেটিং অ্যাপ ১এক্সবেট (1XBet) সংক্রান্ত অর্থপাচার মামলায় এবার নজিরবিহীন পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এই কেলেঙ্কারিতে নাম জড়াল টলিউডের প্রথম সারির দুই তারকা—মিমি চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরার। শুক্রবার পিএমএলএ (PMLA) আইনের অধীনে মিমি ও অঙ্কুশ সহ একাধিক তারকার মোট ৭.৯৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

মিমি ও অঙ্কুশের সম্পত্তি বাজেয়াপ্ত: ইডির দাবি অনুযায়ী, এই সম্পত্তিগুলো ‘প্রোসিভস অফ ক্রাইম’ বা অপরাধলব্ধ আয়ের অংশ। তদন্তে জানা গিয়েছে:

অভিনেত্রী মিমি চক্রবর্তীর ৫৯ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

অভিনেতা অঙ্কুশ হাজরার ৪৭.২০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

ইতিমধ্যেই এই মামলার জেরে দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিতে হয়েছে এই দুই তারকাকে। সেখানে তাঁদের বয়ান রেকর্ড করা হয়। ইডির দাবি, বেটিং অ্যাপের প্রচার বা চুক্তির বিনিময়ে যে টাকা তারকাদের অ্যাকাউন্টে আসত, তার উৎসের কোনো সঠিক ব্যাখ্যা মেলেনি।

তালিকায় বলিউড ও ক্রিকেটের নামও: শুধুমাত্র টলিউড নয়, এই মামলার আঁচ লেগেছে বলিউড এবং ক্রিকেট জগতেও। শুক্রবারের তালিকায় নাম রয়েছে আরও একাধিক হেভিওয়েটের:

যুবরাজ সিং: ২.৫ কোটি টাকা।

সোনু সুদ: ১ কোটি টাকা।

উর্বশী রাউতেলা: ২.০২ কোটি টাকা।

নেহা শর্মা: ১.২৬ কোটি টাকা।

রবিনা উথাপ্পা: ৮.২৬ লক্ষ টাকা।

তদন্তের গতিপ্রকৃতি: ইডির আধিকারিকদের মতে, অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে যে বিপুল পরিমাণ টাকা তছরুপ করা হয়েছে, তার প্রচারের জন্য এই তারকাদের মোটা টাকা দেওয়া হয়েছিল। বর্তমানে প্রভিশনাল অ্যাটাচমেন্ট অর্ডারের মাধ্যমে এই বিপুল পরিমাণ সম্পত্তি আপাতত আটকে দেওয়া হয়েছে। এই ঘটনায় বিনোদন জগতে এখন চরম আতঙ্ক বিরাজ করছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy