“মতুয়ারা কি আদৌ নাগরিক?” SIR আবহে মোদীর সফরের দিনেই কুণাল ঘোষের বিস্ফোরক আক্রমণ

ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) নিয়ে মতুয়া সমাজের উদ্বেগের মাঝেই আজ নদিয়ার তাহেরপুরে হাইভোল্টেজ জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মোদীর এই সফর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

আজকের কর্মসূচি: শনিবার নদিয়ার তাহেরপুরের নেতাজি পার্কে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁর জন্য দুটি আলাদা মঞ্চ তৈরি করা হয়েছে।

প্রথম মঞ্চ: এখান থেকে প্রধানমন্ত্রী প্রায় ৩,২০০ কোটি টাকা ব্যয়ের একাধিক পরিকাঠামো ও শিল্প প্রকল্পের শিলান্যাস করবেন। বিশেষত ৩৪ নম্বর জাতীয় সড়কের বারাসত-বারাজাগুলি এবং বারাজাগুলি-কৃষ্ণনগর অংশের চার লেনের কাজের শুভ সূচনা করবেন তিনি।

দ্বিতীয় মঞ্চ: এখান থেকে জনসভায় বক্তব্য রাখবেন মোদী। দুপুর ১২টা থেকে ১২:৪৫ পর্যন্ত তাঁর বক্তৃতার সময় নির্ধারিত রয়েছে।

এরপর রানাঘাট হেলিপ্যাড থেকে তিনি সরাসরি অসমের গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানেও তাঁর একাধিক সরকারি কর্মসূচি রয়েছে।

তৃণমূলের পাল্টা আক্রমণ: প্রধানমন্ত্রীর এই সফরকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “SIR-এর কারণে মতুয়ারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তাঁরা আজও জানেন না তাঁরা এদেশের নাগরিক কি না। প্রধানমন্ত্রী আসছেন শুধু সেই ক্ষত ঢাকতে।” কুণাল আরও দাবি করেন যে, বিজেপির ডাবল ইঞ্জিন তত্ত্ব বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে এবং তারা রাজ্য তথা দেশের স্বাধীনতা সংগ্রামীদের অপমানকারীদের ক্ষমা করবে না।

এসআইআর নিয়ে মতুয়া গড়ে যখন ধোঁয়াশা বাড়ছে, তখন প্রধানমন্ত্রীর মঞ্চ থেকে নাগরিকত্ব বা ভোটার তালিকায় নাম থাকা নিয়ে বড় কোনো আশ্বাস আসে কি না, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy