মতুয়াগড়ে কি এবার পদ্ম-পতন? এসআইআর আতঙ্কে বিজেপির ভোটব্যাঙ্কে বড় ফাটল, কী বার্তা দেবেন মোদি?

বাংলার রাজনীতিতে ‘মতুয়া’ মানেই এক বিশাল ফ্যাক্টর। কিন্তু ২০২৬-এর বিধানসভা ভোটের আগে সেই সমীকরণকে আমূল বদলে দিচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা Special Intensive Revision (SIR)। বনগাঁ থেকে রানাঘাট— মতুয়াগড়ে এখন একটাই প্রশ্ন, “আমাদের নাগরিকত্ব কোথায় আর ভোটার তালিকায় নাম থাকবে তো?” এই জটিল পরিস্থিতিতে বিজেপির অন্দরেই চওড়া হচ্ছে উদ্বেগের ছায়া।

বিজেপির চিন্তার কারণ: সুব্রত ঠাকুরের বিস্ফোরক স্বীকারোক্তি বিজেপি বিধায়ক তথা ঠাকুরবাড়ির সদস্য সুব্রত ঠাকুরের সাম্প্রতিক দাবি বিজেপির অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তিনি জানিয়েছেন:

সন্দেহজনক ভোটার: এসআইআর-এর ফলে যে সমস্ত ভোটারদের নিয়ে প্রশ্ন উঠেছে, তার প্রায় ৮০ থেকে ৯০ শতাংশই মতুয়া।

বিপাকে শরণার্থী: যারা ২০০২ সালের পর বাংলাদেশ থেকে এসেছেন বা যাদের কাছে প্রয়োজনীয় পুরনো নথি নেই, তারা ভোটাধিকার হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন।

সিএএ বনাম এসআইআর: বিজেপি নাগরিকত্ব (CAA) দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্ক মতুয়াদের মধ্যে ক্ষোভ বাড়িয়ে দিয়েছে।

তৃণমূলের আগ্রাসী চাল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা: এই সুযোগকে কাজে লাগিয়ে আসরে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর মতুয়াগড়ে জনসভা করে তিনি সরাসরি বিজেপির ‘নাগরিকত্ব কার্ড’কে আক্রমণ করেছেন। মমতাবালা ঠাকুর ইতিমধ্যেই আন্দোলনে নেমেছেন। ফলে যে মতুয়া ভোট ২০১৯ এবং ২০২১-এ বিজেপির ঝুলিতে গিয়েছিল, তা এখন ঘাসফুল শিবিরের দিকে ফেরার উপক্রম হয়েছে।

শনিবার রানাঘাটে নরেন্দ্র মোদি: লক্ষ্য কি ‘ড্যামেজ কন্ট্রোল’?
মতুয়াদের এই ক্রমবর্ধমান ক্ষোভ সামাল দিতেই আগামী কাল অর্থাৎ শনিবার নদীয়ার রানাঘাটে (তাহেরপুর) জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনৈতিক মহলের মতে: ১. উদ্বেগ নিরসন: এসআইআর নিয়ে মতুয়াদের মনে যে ভয় তৈরি হয়েছে, তা দূর করতে প্রধানমন্ত্রী বড় কোনও আশ্বাস দিতে পারেন। ২. মতুয়াগড় রক্ষা: বনগাঁ ও রানাঘাট লোকসভার অন্তর্গত বিধানসভা আসনগুলি বিজেপির দখলে রাখতে এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩. জনমতের প্রতিফলন: সোশ্যাল মিডিয়ার সমীক্ষায় দেখা গেছে, প্রায় ৭৩% মানুষ মনে করেন বিজেপির জন্য মতুয়া ভোট বড় মাথাব্যথার কারণ হবে। তবে প্রধানমন্ত্রীর সভায় ৭২% মানুষ আশাবাদী যে তিনি ক্ষোভে প্রলেপ দিতে পারবেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy