আসানসোলের কুলটি বিধানসভার নিয়ামতপুর সংলগ্ন নিষিদ্ধপল্লীতে ভোটার তালিকা সংশোধন (SIR) হতেই সামনে এল হাড়হিম করা তথ্য। খসড়া তালিকা অনুযায়ী, ওই এলাকার ৪টি বুথ থেকে মোট ভোটারের প্রায় ২০ শতাংশের নাম বাদ পড়েছে। এই বিপুল সংখ্যক ভোটারের হদিশ না মেলায় সরব হয়েছে বিরোধী দলগুলি।
অঙ্কের হিসেবে গরমিল: নির্বাচন কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এই এলাকার ৪টি বুথের পরিসংখ্যান নিম্নরূপ:
প্রাথমিক ভোটার সংখ্যা: ৩,৬২৭ জন।
বাদ যাওয়া নাম: ৭৪২ জন (মোট ভোটারের ২০ শতাংশ)।
নিখোঁজ ভোটার: ৫৩৪ জন এনুমারেশন ফর্ম তুললেও তা আর জমা দেননি।
অন্যান্য: ১৩৯ জন মৃত এবং ৬৯ জন এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন।
ম্যাপিং বিভ্রাট: ২০০২ সালের তালিকার সঙ্গে মেলানো যাচ্ছে না আরও ৬৮৪ জন ভোটারকে।
রাজনৈতিক তরজা: এই রিপোর্ট সামনে আসতেই কুলটির রাজনীতিতে উত্তাপ বেড়েছে:
বিরোধীদের তোপ: বিজেপি ও অন্যান্য বিরোধী দলগুলির অভিযোগ, তৃণমূল গত কয়েক বছর ধরে এই ‘ভুতুড়ে’ ভোটারদের কাজে লাগিয়ে নির্বাচনে অনৈতিক সুবিধা নিয়েছে। এমনকি এই এলাকায় ‘বাংলাদেশি’ অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নাম তোলার অভিযোগও তুলেছে তারা।
তৃণমূলের সাফাই: শাসক দল তৃণমূল কংগ্রেস এই পরিস্থিতির জন্য সরাসরি বিএলও (BLO)-দের ওপর দায় চাপিয়েছে। তৃণমূলের জেলা সহ-সভাপতি বাচ্চু রায়ের দাবি, সামাজিক সম্মানের ভয়ে অনেক যৌনকর্মী নিজেদের পরিচয় লুকিয়ে ব্যবসা করেন। ভোটার তালিকা সংশোধনের কড়াকড়ি দেখে তাঁরা ভয় পেয়ে ফর্ম জমা দেননি বা এলাকা ছেড়ে চলে গিয়েছেন। এখানে কোনও বাংলাদেশি যোগ নেই।