মেসি-কেলেঙ্কারিতে শতদ্রুর ‘চারু সুধা’য় হানা পুলিশের! ১০০ কোটির উৎস সন্ধানে এবার কি নামছে ইডি?

লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনের সেই কালো দিনটির রেশ কাটছে না। স্টেডিয়ামে ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনায় গ্রেফতার হওয়া মূল আয়োজক শতদ্রু দত্তর রিষড়ার বাঙুর পার্কের বিলাসবহুল বাড়ি ‘চারু সুধা’য় শুক্রবার সকালে তল্লাশি চালাল বিধাননগর পুলিশের একটি বিশেষ দল। মহিলা পুলিশকর্মী-সহ ৫ জন আধিকারিক প্রায় ৩ ঘণ্টা ধরে ওই তিনতলা বাড়ির প্রতিটি কোণ খতিয়ে দেখেন।

বিলাসবহুল বাড়িতে কী খুঁজছে পুলিশ? গত ১৩ ডিসেম্বর শতদ্রু দত্তকে গ্রেফতার করার পর আজ তাঁর বাড়িতে এই হানা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ: তল্লাশির সময় বাড়িতে শতদ্রু বা তাঁর পরিবারের কোনও সদস্য ছিলেন না। তদন্তকারীরা দীর্ঘক্ষণ বাড়ির পরিচারিকার সঙ্গে কথা বলেন।

আর্থিক অসংগতি: পুলিশের প্রাথমিক সন্দেহ, মেসির এই বিশাল সফরের পিছনে বিপুল পরিমাণ ‘কালো টাকা’ ব্যবহৃত হয়েছে।

১০০ কোটির রহস্য: শতদ্রুর ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা এই সফরে প্রায় ১০০ কোটি টাকার বেশি খরচ করেছে বলে দাবি করা হচ্ছে। এই বিশাল পরিমাণ টাকা কীভাবে সংগৃহীত হলো এবং মেসির কাছে কীভাবে পৌঁছল— সেই উৎস খুঁজতেই এখন মরিয়া পুলিশ।

ইডির তদন্তের দাবি ও রাজনৈতিক তোলপাড়: এই ঘটনায় ইডি (Enforcement Directorate) তদন্তের দাবিও উঠতে শুরু করেছে। যুবভারতী বিশৃঙ্খলা কাণ্ডে ইতিমধ্যেই বিধাননগর দক্ষিণ থানায় দুটি এফআইআর (FIR) দায়ের হয়েছে। উল্লেখ্য, মেসির সেই ২২ মিনিটের সফরে সাধারণ মানুষের ক্ষোভ এবং স্টেডিয়ামে ভাঙচুরের জেরে বিতর্কের মুখে পড়ে ইতিমধ্যেই ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন অরূপ বিশ্বাস।

ব্যাঙ্ক কর্মীর উপস্থিতি ঘিরে চাঞ্চল্য: তল্লাশি শেষে পুলিশ বেরিয়ে যাওয়ার পর শতদ্রুর বাড়িতে এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পেনশন ইউনিয়নের সদস্যকে আসতে দেখা যায়। শতদ্রুর বাবার পেনশনের বিষয়ে খোঁজ নিতে তিনি এসেছিলেন বলে জানা গেলেও, বাড়িতে কাউকে না পেয়ে তাঁকে ফিরে যেতে হয়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy