“যোগ্যদের চাকরি হবেই, চোরদের জায়গা হবে জেলে!” লাভপুর থেকে মমতা সরকারকে চরম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

আজ বীরভূমের লাভপুরে এক বিশাল জনসভায় দাঁড়িয়ে তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিশেষ করে রাজ্যের নিয়োগ দুর্নীতি এবং ‘SIR’ (Selective Identification and Resolution) প্রক্রিয়া নিয়ে তাঁর ভাষণ ছিল আগাগোড়া আক্রমণাত্মক।

যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শুভেন্দুর অভয়বাণী
নিয়োগ দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত যোগ্য প্রার্থীদের উদ্দেশে শুভেন্দু অধিকারী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি বলেন:

পুনর্বহালের দাবি: শুভেন্দু জানান, তিনি ইতিমধ্যেই মুখ্যসচিবকে চিঠি লিখে দাবি জানিয়েছেন যাতে ১৫,৮০৩ জন ‘অকলঙ্কিত’ (Untainted) শিক্ষককে দ্রুত চাকরিতে ফিরিয়ে নেওয়া হয়।

আইনি লড়াইয়ে পাশে: বিরোধী দলনেতা ঘোষণা করেন, “যাঁরা যোগ্য, তাঁদের গায়ে হাত তোলার আগে আমাকে মারতে হবে।” তিনি যোগ্য প্রার্থীদের আশ্বস্ত করেন যে সুপ্রিম কোর্টে তাঁদের হয়ে আইনি লড়াই জারি রাখবে বিজেপি।

আন্দোলনে সমর্থন: চাকরিহারাদের প্রতি তাঁর বার্তা— “আপনারা রাজপথ ছাড়বেন না, বিরোধী দল হিসেবে আমরা আপনাদের লড়াইয়ে শেষ পর্যন্ত পাশে থাকব।”

মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ
শুভেন্দু অধিকারী বীরভূমের এই সভা থেকে সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন:

SIR ইস্যু: তিনি দাবি করেন, ভোটার তালিকা থেকে কয়েক লক্ষ ভুয়া ও বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম বাদ যাওয়াই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান চিন্তার কারণ। “SIR নিয়ে টুপি পরাতে পারেননি মমতা,” বলে কটাক্ষ করেন তিনি।

চোরদের হুঁশিয়ারি: বীরভূমের প্রাক্তন দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের জেলাতেই দাঁড়িয়ে শুভেন্দু বলেন, “যাঁরা জনগণের টাকা লুট করে নেপালে বা অন্য কোথাও সম্পত্তি গড়েছেন, তাঁদের মাটি খুঁড়ে বার করব।”

শুভেন্দু অধিকারীর অভিযোগ, এই রাজ্যে স্থায়ী পদ বিলুপ্ত করে শিক্ষিত যুবকদের টোটো চালাতে বাধ্য করছে এই সরকার। বীরভূমের মাটিতে দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানান যে, আসন্ন নির্বাচনে সাধারণ মানুষই এই দুর্নীতির যোগ্য জবাব দেবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy