ডায়েট চুলোয়! সিঙাড়ায় কামড় করিনার, স্কুলের অনুষ্ঠানে বেবোর আসল রূপ ফাঁস করলেন করণ

বলিউডের ‘বেবো’ মানেই জিরো ফিগার আর কঠোর ডায়েট। কিন্তু সেই ধারণায় জল ঢেলে দিলেন খোদ করিনা কাপুর খান। আজ, ১৯ ডিসেম্বর ২০২৫, মুম্বইয়ের একটি স্কুলে দুই ছেলে তৈমুর ও জেহর অ্যানুয়াল ফাংশনে গিয়ে জমিয়ে সিঙাড়া খেতে দেখা গেল তাঁকে। আর সেই গোপন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দিলেন তাঁর দীর্ঘদিনের প্রিয় বন্ধু করণ জোহর।

“দেখে নিন ও আসলে কী খাচ্ছে!” করণ জোহরের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, স্কুলের অনুষ্ঠানের মাঝেই একটি বড় সিঙাড়ায় মন দিয়েছেন করিনা। করণকে মজা করে বলতে শোনা যায়, “স্কুলের অনুষ্ঠানের মাঝে করিনা কাপুর কী করছে দেখুন! যারা ভাবেন ও সারাক্ষণ ডায়েট করে, দেখে নিন ও একটা বড় সিঙাড়া খাচ্ছে।” সিঙাড়ায় কার্বোহাইড্রেট বেশি থাকায় করণ হাসাহাসি করে করিনাকে ‘কার্বি ডল’ বলেও ডাকেন।

ডায়েটে নেই বেবো! ভিডিওতে করিনাকে বেশ অবাক ও মজাদার ভঙ্গিতে দেখা যায়। তবে লুকোচুরি না করে তিনি হাসিমুখে স্বীকার করেন যে, তিনি বর্তমানে কোনো ডায়েট মেনে চলছেন না। ভক্তরা করিনার এই সাধারণ এবং সহজ রূপ দেখে প্রশংসায় পঞ্চমুখ।

দুই দশকের বন্ধুত্ব: ‘পু’ থেকে ‘মাম্মি’
করণ জোহর এবং করিনা কাপুরের বন্ধুত্ব দুই দশকেরও বেশি সময়ের। ২০০১ সালে করণের পরিচালনায় ‘কভি খুশি কভি গম’ ছবিতে স্টাইলিশ ‘পু’ চরিত্রে অভিনয় করে ইতিহাস গড়েছিলেন করিনা। আজও তাঁদের সেই রসায়ন অটুট। শুধু তাই নয়, তাঁদের সন্তানরাও একই স্কুলে পড়াশোনা করে। ফলে পেশাদার সম্পর্কের বাইরেও দুই পরিবারের মধ্যে এখন এক নিবিড় পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে।

কাপুর খানদানের ঐতিহ্য বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের উত্তরসূরি করিনা বরাবরই খাদ্যরসিক হিসেবে পরিচিত। পৃথ্বীরাজ কাপুর ও রাজ কাপুরের বংশধর, রণধীর-ববিতার কন্যা এবং রণবীর কাপুরের দিদি করিনা আবারও প্রমাণ করলেন, তিনি যতই গ্ল্যামারাস হোন না কেন, মনেপ্রাণে তিনি একজন আসল ‘কাপুর’, যারা খেতে ভালোবাসেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy