জন্মদিনেই ‘প্রজাপতি ২’-এর ডানা মেলা! প্রচার থেকে দূরত্ব আর বিয়ের জল্পনা নিয়ে মুখ খুললেন দেব

২৫ ডিসেম্বর, বড়দিন মানেই টলিউড সুপারস্টার দেব-এর জন্মদিন। আর এই বিশেষ দিনেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত ছবি ‘প্রজাপতি ২’। কিন্তু অদ্ভুত বিষয় হলো, ‘টেক্কা’ বা ‘খাদান’-এর মতো এই ছবির প্রচারে সেভাবে ঝাঁপিয়ে পড়তে দেখা যাচ্ছে না দেবকে। কেন এই লুকোচুরি? অবশেষে লাইভে এসে খোলসা করলেন অভিনেতা নিজেই।

প্রোমোশনে অনীহা কেন? খোলসা করলেন দেব সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে দেব জানান, “অনেকেই ভাবছেন প্রোমোশন কেন কম করছি। আসলে সবকিছুর ওভারডোজ ভালো নয়। আমরা একটু ধীর গতিতে এগোতে চাইছি। সিনেমা মুক্তির এক সপ্তাহ আগেই দর্শকরা সব চমক জানতে পারবেন।” অর্থাৎ, শেষ মুহূর্তের ঝোড়ো ব্যাটিংয়ের জন্যই কি নিজেকে গুটিয়ে রেখেছেন অভিনেতা? উত্তরের অপেক্ষায় ভক্তরা।

বিয়ে নিয়ে ‘প্রজাপতি’র লুকোচুরি! রুক্মিণীর সেই মোক্ষম প্রশ্ন
লাইভে দেবের সঙ্গে ছিলেন টলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়। দীর্ঘ ৫ বছর পর এই সুপারহিট জুটি আবার একসাথে কাজ করছেন। আড্ডার মাঝেই জিৎ হঠাৎ দেবকে প্রশ্ন করেন, “বিয়েটা কবে করছ?” দেবের জন্য যে তিনি মেয়ে খুঁজছেন, সে কথাও মনে করিয়ে দেন জিৎ।

উত্তরে মজার ছলে দেব বলেন, “জিৎ-দা মেয়ে খুঁজছেন শুনে রুক্মিণী প্রশ্ন করেছে— জিৎ-দা কি আমাকে পছন্দ করে না?” এরপরেই সিরিয়াস ভঙ্গিতে দেবের সংযোজন, “আমি ভালো আছি, রুক্মিণীও ভালো আছে। আমরা ভালো আছি।” স্পষ্টতই, বিয়ের পিঁড়িতে বসা নিয়ে এখনই কোনো পাকা কথা দিতে চাইলেন না টলিউড হার্টথ্রব।

দেব-জিৎ রসায়ন: ৫ বছরের আক্ষেপ ঘুচবে সুরে?
‘চ্যালেঞ্জ’ থেকে ‘পরাণ যায় জ্বলিয়া রে’— দেবের কেরিয়ারের আইকনিক সব গান জিতের সৃষ্টি। দীর্ঘ বিরতি নিয়ে জিৎ জানান, এই পাঁচ বছরে দেবকে কিছু গান দেওয়ার ছিল তাঁর, যা দিতে না পারায় কষ্ট হয়েছে। তবে ‘প্রজাপতি ২’-এর মেলোডি দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আশাবাদী সুরকার।

কবে আসছে ছবি? অভিজিৎ সেন পরিচালিত ‘প্রজাপতি ২’ মুক্তি পাচ্ছে আগামী ২৫ ডিসেম্বর। দেব ও মিঠুন চক্রবর্তীর ম্যাজিক দেখতে মুখিয়ে আছেন দর্শক। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন ইধিকা পাল, জ্যোতির্ময়ী কুণ্ডু এবং খুদে শিল্পী অনুমেঘা কাহালি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy