“বাংলার ক্ষতি করার ক্ষমতা কারো নেই, আমি চ্যালেঞ্জ করছি!” কড়া হুঙ্কার মমতার, একগুচ্ছ বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার রাজ্যের বিরুদ্ধে চলা লাগাতার সমালোচনার কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে ‘বদনাম’ করার সমস্ত চেষ্টা ব্যর্থ হবে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি স্পষ্ট জানান, পশ্চিমবঙ্গ আজ কেবল একটি রাজ্য নয়, বরং দক্ষিণ-পূর্ব এশিয়া ও উত্তর-পূর্ব ভারতের প্রধান ‘লজিস্টিক হাব’ এবং বাণিজ্যিক প্রবেশদ্বার।

প্রতিবেদনের মূল আকর্ষণ:

  • ফেসবুক-ইউটিউবে অপপ্রচার নিয়ে তোপ: মুখ্যমন্ত্রী বলেন, “কিছু লোক সোশ্যাল মিডিয়ায় ফেক ভিডিও এবং ভুল তথ্য ছড়িয়ে রাজ্যের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। আমি চ্যালেঞ্জ করছি, বাংলার ক্ষতি কেউ করতে পারবে না।”

  • শিল্প ও কর্মসংস্থান: হুগলির উত্তরপাড়ায় ৩৫০ একর জমি দেওয়া হচ্ছে ওয়াগন তৈরির কারখানার জন্য। এছাড়া নবম শ্রেণির পড়ুয়াদের বছরে ১৬ লক্ষ সাইকেল দেওয়ার কাজও জারি থাকবে বলে জানান তিনি।

  • পর্যটন ও সংস্কৃতি: পশ্চিমবঙ্গ এখন দেশের দ্বিতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্র। আগামী ২৯ ডিসেম্বর রাজারহাটে ‘দুর্গাঙ্গন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে এবং শিলিগুড়ির মহাকাল মন্দিরের জন্য ট্রাস্ট গঠন করা হবে।

  • গান্ধীজির নাম বদল নিয়ে ক্ষোভ: মনরেগার (MNREGA) নাম পরিবর্তন নিয়ে উষ্মা প্রকাশ করে তিনি বলেন, “গান্ধীজি জাতির জনক, তাঁকে সম্মান না জানানো লজ্জার। আমরা তাঁকে সম্মান জানানো থামাব না।”

মুখ্যমন্ত্রী সাফ জানান, কুৎসা না করে ইতিবাচক হওয়া জরুরি। তাঁর দাবি, বাংলা এখন শান্তি ও প্রগতির পথে হাঁটছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy