অস্ত্র যখন একাগ্রতা, তখন লক্ষ্যভেদ নিশ্চিত! জঙ্গলমহলের প্রত্যন্ত জনপদ থেকে উঠে এসে জাতীয় স্তরের শুটিংয়ে ইতিহাস গড়ল পুরুলিয়ার বলরামপুরের মেয়ে বৈষ্ণবী জয়সওয়াল। দিল্লিতে আয়োজিত ৬৮-তম ন্যাশনাল শুটিং পিস্তল চ্যাম্পিয়নশিপে প্রায় ৮০০০ প্রতিযোগীকে পিছনে ফেলে একমাত্র প্রতিযোগী হিসেবে ‘ISSF’ টাইটেল অর্জন করল এই কিশোরী। সেই সঙ্গে ভারতীয় শুটিং দলের হয়ে খেলার ট্রায়াল দেওয়ার মর্যাদাপূর্ণ ছাড়পত্রও ছিনিয়ে নিয়েছে সে।
বলরামপুরের পুরনো পোস্ট অফিস মোড়ের বাসিন্দা বৈষ্ণবী বর্তমানে দশম শ্রেণীর ছাত্রী। উত্তরাখণ্ডের বোর্ডিং স্কুলে থাকাকালীনই তাঁর শুটিংয়ের হাতেখড়ি। ১০ মিটার পিস্তল শুটিংয়ের সাব-ইউথ ও ইয়ুথ বিভাগে অসাধারণ পয়েন্ট স্কোর করে তাক লাগিয়ে দিয়েছে সে। বৈষ্ণবীর এই সাফল্যে খুশির হাওয়া গোটা জঙ্গলমহলে। মেধা আর জেদ থাকলে যে সীমানা ছাড়িয়ে বিশ্বমঞ্চে পৌঁছানো যায়, আরও একবার তা প্রমাণ করল পুরুলিয়ার এই কৃতী কন্যা।