৩০০ কোটির বাজেট, ৮০ কোটির সিক্রেট ডোনার! বেলডাঙায় ‘বাবরি’ গড়তে হুঙ্কার হুমায়ুনের, সামনে এল জমির দলিল

মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণ নিয়ে নিজের জেদেই অনড় ভরতপুরের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবীর। একদিকে নতুন রাজনৈতিক দল গড়ার তোড়জোড়, আর অন্যদিকে ‘বাবরি’ মসজিদের জন্য অনুদান সংগ্রহ— দুই সমান্তরাল মিশনে নেমেছেন তিনি। এবার প্রকাশ্যে এল সেই প্রস্তাবিত মসজিদের জমির দলিলের এক্সক্লুসিভ ছবি।

জানা গিয়েছে, ‘ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া’ ট্রাস্টের নামে জমিদান শুরু হয়েছে। শক্তিপুরের বাসিন্দা মোস্তফা আহমেদ ৬ শতক জমি দান করার পর, সাদ্দাম হোসেন ও নূর মহম্মদ শেখ নামে আরও দুই ব্যক্তি জমিও রেজিস্ট্রি করে দিয়েছেন। হুমায়ুনের দাবি, ইতিমধ্যেই নগদ ও ব্যাঙ্ক মিলিয়ে অনুদান সাড়ে ৫ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। তবে সবচেয়ে বড় চমক অন্য জায়গায়। হুমায়ুন দাবি করেছেন, এক রহস্যময় দাতা তাঁকে একাই ৮০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন! সব মিলিয়ে ৩০০ কোটি টাকার মেগা বাজেট নিয়ে এগোচ্ছেন বিধায়ক, যেখানে মসজিদ ছাড়াও থাকবে হাসপাতাল ও স্কুল। আগামী ২২ ডিসেম্বর নতুন দল ঘোষণার সঙ্গেই এই প্রকল্পের গতি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy