বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে নৃশংস হত্যাকাণ্ড বীরভূমে। প্রতিবেশীর বাড়িতে গিয়ে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বীরভূমের মাড়গ্রাম থানার তপন গ্রামের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম জুলি বিবি। অভিযুক্ত স্বামী মুজিবর শেখকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধ্যায় জুলি বিবি পাশের বাড়িতে গিয়েছিলেন। স্ত্রীকে সন্দেহ করা মুজিবর তাঁর পিছু পিছু সেই বাড়িতে ঢোকেন। সেখানে দু’জনের মধ্যে প্রবল বচসা শুরু হয়। অভিযোগ, রাগের মাথায় কাছে থাকা একটি হাতুড়ি দিয়ে জুলির মাথায় সজোরে আঘাত করেন মুজিবর। রক্তাক্ত অবস্থায় জুলি মাটিতে লুটিয়ে পড়লে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রতিবেশীদের দাবি, মুজিবর মানসিক বিকারের বশে স্ত্রীকে সন্দেহ করতেন, বাস্তবে পরকীয়ার কোনও ভিত্তি ছিল না। মাড়গ্রাম থানার পুলিশ ঘটনার নেপথ্যে অন্য কোনও রহস্য আছে কি না তা খতিয়ে দেখছে।