অভিশপ্ত ২০২৫! ভেঙে চুরমার তারকাদের সংসার, টলি-বলি থেকে খেলার দুনিয়া— বিচ্ছেদের তালিকায় কারা?

গ্ল্যামার জগতের হাতছানি আর রূপোলি পর্দার রোমান্স বাস্তবে সবসময় সুখের হয় না। ২০২৫ সালটি বিনোদন জগতের বহু তারকা দম্পতির কাছে এক ‘বিপর্যয়কর’ বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বছরের শেষে এসে দেখা যাচ্ছে, টলিউড থেকে বলিউড— বিচ্ছেদের লম্বা তালিকা রীতিমতো স্তম্ভিত করেছে অনুরাগীদের।

টলিউডে সবথেকে বড় ধাক্কা লেগেছে জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহার সম্পর্কে; সূত্রের খবর, তাঁদের বিচ্ছেদের আইনি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের তৃতীয় বিয়েও শেষ পর্যন্ত টেকেনি, গত ৮ এপ্রিল রোশন সিংয়ের সঙ্গে তাঁর দীর্ঘ আইনি টানাপড়েন সমাপ্ত হয়েছে। এছাড়া অঙ্কিতা চক্রবর্তী-প্রান্তিক বন্দ্যোপাধ্যায় এবং বিয়ের পিঁড়িতে বসার আগেই অনুষা বিশ্বনাথন ও আদিত্য সেনগুপ্তের সম্পর্ক ভেঙে যাওয়ার খবর এসেছে। এমনকি দেড় বছরের মাথায় ভেঙেছে অভিনেত্রী শ্রীপর্ণা রায়ের সংসারও।

অন্যদিকে বলিউডেও ছবিটা বেশ বিষাদময়। ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও ধনুশ্রী বর্মার বিচ্ছেদ ছিল বছরের সবথেকে চর্চিত ঘটনা। তবে সবথেকে বড় চমক ছিল ভারতীয় ক্রিকেটার স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে বাতিল হওয়া। ব্যক্তিগত কারণ ও ঝামেলার জেরে তাঁদের বিয়ের অনুষ্ঠান স্থগিত থেকে সরাসরি বাতিলের পথে হাঁটে। এছাড়াও দীর্ঘ ৯ বছরের দাম্পত্যের ইতি টেনেছেন মুগ্ধা ছাপেকর ও রবিশ দেশাই। আর অভিনেত্রী সেলিনা জেটলি অস্ট্রিয়ান স্বামী পিটার হাগের বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার অভিযোগ এনে বিচ্ছেদের মামলা করেছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy