নীতীশের সেই ‘হিজাব’ কাণ্ড, মন ভেঙেছে মহিলা চিকিৎসকের! অভিমানে কি সরকারি চাকরিও ছাড়ছেন নুসরত?

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের এক বিতর্কিত আচরণে তোলপাড় দেশ। নিয়োগপত্র দেওয়ার মঞ্চে এক মহিলা চিকিৎসকের হিজাব সরানোর চেষ্টা করেছিলেন তিনি, আর সেই ঘটনার পরেই মানসিকভাবে ভেঙে পড়েছেন আয়ুষ চিকিৎসক নুসরত পরভিন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, আগামী ২০ ডিসেম্বর পোস্টিংয়ে যোগ দেওয়ার কথা থাকলেও, নুসরত সম্ভবত সেই বহুকাঙ্খিত সরকারি চাকরি প্রত্যাখ্যান করতে চলেছেন।

নুসরতের দাদা, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক, এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর বোন এই ঘটনায় প্রচণ্ড ব্যথিত ও লজ্জিত। তিনি বলেন, “ও জেদ ধরে বসে আছে যে চাকরিতে যোগ দেবে না। আমরা ওকে বোঝানোর চেষ্টা করছি যে দোষ অন্য একজনের, তার জন্য ও কেন শাস্তি পাবে?” ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছিল, নীতীশ কুমার নিয়োগপত্র দেওয়ার পর নুসরতের মুখ থেকে হিজাব সরানোর চেষ্টা করছেন, যেখানে উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে তাঁকে বাধা দিতেও দেখা যায়।

জেডিইউ পক্ষ থেকে বিষয়টিকে ‘স্নেহ’ বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও, নীতীশ কুমারের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এর আগেও জাতীয় সঙ্গীত চলাকালীন হাততালি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এক মেধাবী ছাত্রীর কেরিয়ার এখন নীতীশ কুমারের এই আচরণের জেরে অনিশ্চয়তার মুখে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy