আদালতে যাওয়ার পথে শেষ যাত্রা! ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারালেন আরামবাগের প্রবীণ সরকারি আইনজীবী

প্রতিদিনের মতো এদিন সকালেও তৈরি হয়ে আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু সেই যাত্রাই যে শেষ যাত্রা হবে, তা কল্পনাও করতে পারেনি কেউ। সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারালেন আরামবাগ আদালতের বিশিষ্ট সরকারি আইনজীবী বিকাশ রায় (৬৯)। বৃহস্পতিবার সকালে আরামবাগের বাসুদেবপুর সংলগ্ন দেবনাথ হাসপাতালের কাছে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রবীণ আইনজীবী বিকাশ রায় নিজের বাইকে চড়ে বাসুদেবপুর-বলুন্ডি রোড ধরে আদালতের দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি দ্রুতগতির ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর বাইকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় তিনি রাস্তা থেকে বেশ খানিকটা দূরে ছিটকে পড়েন। মাথায় ও শরীরে গুরুতর আঘাত লাগায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা এবং কর্তব্যরত আরামবাগ থানার পুলিশ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালের চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

মৃত বিকাশ রায় আরামবাগ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের হালদার পুকুর এলাকার বাসিন্দা ছিলেন। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি সরকারি আইনজীবী হিসেবে অত্যন্ত সততার সঙ্গে কাজ করেছেন। তাঁর মৃত্যুর খবর চাউর হতেই শোকের ছায়া নামে আইনজীবী মহলে। হাসপাতালে ছুটে আসেন আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী ও তাঁর সহকর্মী আইনজীবীরা। সহকর্মীদের মতে, বিকাশ বাবু ছিলেন অত্যন্ত অমায়িক এবং অভিজ্ঞ একজন ব্যক্তিত্ব, যাঁর অভাব পূরণ হওয়া অসম্ভব।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর বাসুদেবপুর এলাকায় পথ নিরাপত্তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন বাসিন্দারা। অভিযোগ, এই রাস্তায় দ্রুতগামী ট্রাক্টর ও মালবাহী গাড়ির দাপট দিনদিন বাড়ছে, যার ফলে বারবার ঘটছে অঘটন। ঘাতক ট্রাক্টরটিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এক অভিজ্ঞ আইনি যোদ্ধার এমন আকস্মিক প্রয়াণে আজ স্তব্ধ আরামবাগ আদালত।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy