জেলাবাসীর জন্য বড় সুখবর। মুর্শিদাবাদ জেলার স্বাস্থ্য পরিষেবা আরও একধাপ আধুনিক হল। লালবাগ মহকুমা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল অত্যাধুনিক পোর্টেবল ইউএসজি (USG) মেশিন। এই নতুন প্রযুক্তির সংযোজনের ফলে হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো যেমন শক্তিশালী হল, তেমনই দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেলেন রোগীরা।
ভোগান্তির অবসান: পকেটের টাকা বাঁচবে রোগীদের
এতদিন লালবাগ হাসপাতালে ইউএসজি করানোর সুনির্দিষ্ট পরিকাঠামো না থাকায় বহু রোগীকে বাইরে বা বেসরকারি ল্যাবে ছুটতে হত। এতে যেমন সময় নষ্ট হত, তেমনই দূর-দূরান্ত থেকে আসা গরিব পরিবারগুলোকে বাড়তি টাকা খরচ করতে হত। পোর্টেবল ইউএসজি মেশিনটি আসায় এখন বেডে শুয়ে থাকা রোগীদেরও দ্রুততার সঙ্গে পরীক্ষা করা সম্ভব হবে।
ব্যাঙ্কের সামাজিক উদ্যোগ ও সিএমওএইচ-এর বার্তা
মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) সন্দীপ সান্যাল এই পরিষেবার উদ্বোধন করেন। তিনি জানান:
আইডিবিআই (IDBI) ব্যাঙ্কের সহযোগিতায় এবং স্পনসরশিপে এই অত্যাধুনিক মেশিনটি হাসপাতালকে দেওয়া হয়েছে।
শুধু লালবাগ হাসপাতাল নয়, এই পোর্টেবল মেশিনের সুবিধা এবার ভ্রাম্যমাণভাবে গ্রামগঞ্জেও পৌঁছে দেওয়া সম্ভব হবে।
এর পাশাপাশি কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতাল, আহিরন ব্লক স্বাস্থ্যকেন্দ্র, আমতলা এবং পুটিমারি পিএইচসিতে রেডিয়েন্ট ও ফটো থেরাপি মেশিনেরও ভার্চুয়াল উদ্বোধন করা হয়েছে।
শিশু বিভাগ ও গ্রামীণ স্তরে উন্নয়ন
সিএমওএইচ আরও জানান, শিশু বিভাগের জন্য প্রয়োজনীয় বেশ কিছু আধুনিক যন্ত্রপাতিও স্পনসর মারফত পাওয়া গেছে। এর ফলে লালবাগ মহকুমা স্তরের কয়েক হাজার মানুষ এখন বাড়ির কাছেই উন্নত মানের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার সুযোগ পাবেন। সরকারি হাসপাতালেই এই আধুনিক পরীক্ষা শুরু হওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসক মহল মনে করছেন, এটি জেলার স্বাস্থ্য ব্যবস্থার জন্য এক মাইলফলক।
সময় ও অর্থ সাশ্রয় করে আধুনিক চিকিৎসা পরিষেবা এখন সাধারণ মানুষের হাতের নাগালে।