সানি দেওলের ‘গদর-২’ এর পর এবার রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’। বড় পর্দার ব্লকবাস্টার পারফরম্যান্সের অক্সিজেন এখন সরাসরি গিয়ে পৌঁছাচ্ছে শেয়ার বাজারে। আদিত্য ধর পরিচালিত এই ছবির আকাশছোঁয়া বক্স অফিস কালেকশনের জেরে চড়চড়িয়ে বাড়ছে পিভিআর ইনক্সের (PVR INOX) শেয়ার দর। গত ১৫ ডিসেম্বর শেয়ারটির দাম ১,১২৫ টাকার গণ্ডি ছাড়িয়ে যায়। যদিও বুধবার বাজার শেষে দর ১০৭৫ টাকায় থিতু হয়েছে, কিন্তু বিশেষজ্ঞরা একে বড় উত্থানের ইঙ্গিত হিসেবেই দেখছেন।
ইতিমধ্যেই দেশজুড়ে ৪০০ কোটির গণ্ডি টপকে গিয়েছে ‘ধুরন্ধর’। মুক্তির ১১তম দিনেও ৩০ কোটি টাকার ব্যবসা করে তাক লাগিয়ে দিয়েছে এই ছবি। ব্রোকারেজ সংস্থা মোতিলাল ওসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস-এর মতে, বড় বাজেটের ছবির এই সাফল্য মাল্টিপ্লেক্স চেইনগুলির জন্য আশার আলো দেখাচ্ছে। এর আগে ‘গদর-২’ মুক্তির সময় পিভিআর-এর শেয়ার এক মাসে প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। এবার ধুরন্ধরের ঘোড়া যদি ৫০০-৬০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলে, তবে শেয়ার বাজারেও যে নতুন রেকর্ড তৈরি হবে, তা নিয়ে আশাবাদী দালাল স্ট্রিট।