বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার গোটা বাড়ি! ঝাড়গ্রামে জ্যান্ত দগ্ধ হয়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

মঙ্গলবার রাতে ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার তাল গ্রামে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের লেলিহান শিখায় নিমেষে ভস্মীভূত হয়ে গেল একটি দোতলা মাটির বাড়ি। এই মর্মান্তিক ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন বাড়ির প্রবীণ সদস্য মঙ্গল মল্লিক (৭২)। যদিও ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গিয়েছেন তাঁর স্ত্রী সন্ধ্যা মল্লিক ও পুত্রবধূ সবিতা মল্লিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত সোয়া আটটা নাগাদ বাড়ির দোতলায় হঠাৎই আগুন লাগে। সেখানে প্রচুর জ্বালানি কাঠ মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়। পুত্রবধূ সবিতা কোনোক্রমে শাশুড়ি ও গবাদি পশুদের ঘর থেকে বের করে আনতে পারলেও, দোতলায় আটকে পড়েন বৃদ্ধ মঙ্গলবাবু। পরে ঝাড়গ্রাম থেকে দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও শেষরক্ষা হয়নি। গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। বুধবার ব্লক প্রশাসনের পক্ষ থেকে অসহায় পরিবারটির হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, উনুনের আগুন থেকেই এই বিপর্যয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy