ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের হুঁশিয়ারি মেনে বুধবার কার্যত রণক্ষেত্রের চেহারা নিল ভাটপাড়ার মেঘনা মোড়। প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের নেতৃত্বে কয়েকশো কর্মী ‘জয় বাংলা’ স্লোগান তুলে বিক্ষোভ দেখান। পালটা ‘চোর’ স্লোগান তুলে ময়দানে নামে অর্জুনপন্থী বিজেপি কর্মীরাও। দুই পক্ষের স্লোগান ও পালটা স্লোগানে দিনভর টানটান উত্তেজনা বজায় ছিল এলাকায়।
পরিস্থিতি সামাল দিতে ব্যারাকপুর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স অর্জুন সিংয়ের বাড়ির সামনে ব্যারিকেড দিয়ে দেয়। আসরে নামেন অর্জুনের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। সোমনাথ শ্যাম চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “অর্জুন সিং আজ আত্মসমর্পণ করেছেন, উনি হার মানা সৈনিক।” অন্যদিকে অর্জুন সিং পালটা চ্যালেঞ্জ জানিয়ে বলেন, “পুলিশের ঘেরাটোপ ছেড়ে ক্ষমতা থাকলে একা আসুক পার্থ ভৌমিক, মানুষই বুঝিয়ে দেবে কার কত দম।” রাজনৈতিক মহলের মতে, আসন্ন নির্বাচনকে সামনে রেখেই ভাটপাড়ার দখল বজায় রাখতে এই শক্তিপ্রদর্শন।