জীবিত তৃণমূল কাউন্সিলরকে ‘মৃত’ ঘোষণা! খসড়া ভোটার তালিকায় তুঘলকি কাণ্ড, এবার কড়া অ্যাকশনে কমিশন

জীবিত থাকা সত্ত্বেও খসড়া ভোটার তালিকায় নাম উঠল ‘মৃত’ হিসেবে! এই অদ্ভুত এবং চরম গাফিলতির ঘটনাটি ঘটেছে হুগলির ডানকুনিতে। ডানকুনির তৃণমূল কাউন্সিলর সূর্য দে-কে ভোটার তালিকায় মৃত বলে দেখানো হয়েছে। এই ঘটনা সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস।

বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এই ঘটনায় জেলাশাসকের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন। এর পাশাপাশি, এই মারাত্মক ভুলের জন্য দায়িত্বপ্রাপ্ত BLO (বুথ লেভেল অফিসার) কুশ হাজরাকে শোকজ করা হয়েছে। সূত্রের খবর, বিএলও এবং বিএলএ-দের বৈঠকের সময়ও কাউন্সিলরের নাম বাদ পড়েনি, কিন্তু চূড়ান্ত খসড়া তালিকায় তাঁকে মৃত হিসেবে দেখানো হয়। এই গাফিলতি কি নিছক ভুল নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে কমিশন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy