বীরভূমের নানুরে মঙ্গলবার গভীর রাতে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। ডাম্পারের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন কেতুগ্রামের জনপ্রিয় বাউল শিল্পী ঝন্টু হাজরা (৩৪)। গান গেয়ে আনন্দ বিলোনো শিল্পীর এমন করুণ পরিণতিতে শোকস্তব্ধ গোটা এলাকা।
পুলিশ সূত্রে খবর, নানুর থানার নতুনগ্রামের কাছে দ্রুতগতির একটি ডাম্পার ঝন্টুবাবুর বাইকে সজোরে ধাক্কা মারে। টহলরত পুলিশ ভ্যান তাঁকে উদ্ধার করে মঙ্গলকোট ব্লক হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত শিল্পীর আত্মীয়রা জানিয়েছেন, রাতে বাউল গানের অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি। এই ঘটনায় ঘাতক ডাম্পারটির খোঁজে তল্লাশি শুরু করেছে নানুর থানার পুলিশ।