উত্তরপ্রদেশের শামলিতে এক রোমহর্ষক হত্যাকাণ্ড প্রকাশ্যে এসেছে, যা শুনে শিউরে উঠছে গোটা দেশ। শুধুমাত্র বোরখা না পরে বাপের বাড়ি যাওয়ার অপরাধে নিজের স্ত্রী ও দুই শিশু কন্যাকে নৃশংসভাবে খুন করে ঘরের ভিতর সেফটি ট্যাঙ্কের গর্তে পুঁতে দিল এক ব্যক্তি। ধৃত অভিযুক্তের নাম ফারুক।
পুলিশ সূত্রে খবর, ফারুকের স্ত্রী তাহিরা মাসখানেক আগে ঝগড়া করে বোরখা না পরেই বাপের বাড়ি চলে গিয়েছিলেন। এই ঘটনায় ফারুক এতটাই ক্ষুব্ধ ছিল যে সে খুনের ছক কষে। গত ১০ ডিসেম্বর স্ত্রী বাড়িতে ফিরলে ফারুক তার তিন সন্তানকে দাদুর বাড়ি পাঠিয়ে দেয়। এরপর বাড়িতে থাকা স্ত্রী ও বড় মেয়েকে গুলি করে এবং ছোট মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে। প্রমাণ লোপাট করতে বাড়ির উঠোনে সেফটি ট্যাঙ্কের জন্য খোঁড়া গর্তে তিনজনের দেহ পুঁতে দেয় সে। মঙ্গলবার ফারুকের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করলে এই ভয়ঙ্কর সত্য সামনে আসে। পুলিশ মাটি খুঁড়ে তিনটি পচা-গলা দেহ উদ্ধার করেছে।