ভারতীয় ফুটবল কি এখন গভীর আইসিইউ-তে? কাগজে-কলমে মরশুম শুরু হয়ে গেলেও দেশের সেরা দুই লিগ— আইএসএল (ISL) এবং আই লিগ (I-League) শুরু করা যায়নি। ফেডারেশন, ক্লাব এবং আয়োজক সংস্থার দড়ি টানাটানিতে যখন দিশেহারা ফুটবলাররা, ঠিক তখনই লিয়োনেল মেসির সফর ঘিরে তৈরি হলো চরম বিতর্ক। ভারতের অন্যতম সফল কোচ আন্তোনিও লোপেজ হাবাস এবং অলিম্পিক জয়ী অভিনব বিন্দ্রার মন্তব্যে অস্বস্তিতে ফুটবল প্রশাসন।
হাবাসের বিস্ফোরক পোস্ট: মোহনবাগানের প্রাক্তন এবং বর্তমান ইন্টার কাশীর কোচ হাবাস ইনস্টাগ্রামে এক দীর্ঘ পোস্টে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি লিখেছেন:
-
“ভারতে পেশাদার ও অপেশাদার ফুটবলের পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। কাঠামো যখন ভেঙে পড়ছে, তখন বিশ্বসেরা ফুটবলারকে এনে উৎসব করা লজ্জাজনক।”
-
তিনি আরও যোগ করেন, “মেসি যদি জানতেন দেশের পেশাদার ফুটবলার ও কোচদের বেতন বাকি, লিগ কবে শুরু হবে কেউ জানে না— তবে তিনি আসতেন না।”
অভিনব বিন্দ্রার তোপ: হাবাসের সুরেই গতকাল অলিম্পিক সোনা জয়ী অভিনব বিন্দ্রা প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেন, ছবি তোলার জন্য কোটি কোটি টাকা খরচ না করে যদি পরিকাঠামোয় সেই টাকা দেওয়া হতো, তবে দেশের ক্রীড়া সংস্কৃতির উন্নতি হতো। আমরা কি খেলোয়াড় তৈরির চেয়ে ব্যক্তিপূজায় বেশি ব্যস্ত? প্রশ্ন বিন্দ্রার।
কেন এই অচলাবস্থা? ভারতীয় ফুটবলের বর্তমান সংকট নজিরবিহীন:
-
আয়োজকহীন আইএসএল: আইএসএল আয়োজনের জন্য এফএসডিএল (FSDL)-সহ কোনও সংস্থাই এবার বিড করেনি।
-
ফেডারেশন বয়কট: আই লিগের ক্লাবগুলি কল্যাণ চৌবের নেতৃত্বাধীন ফেডারেশনকে কার্যত বয়কট করে ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হয়েছে।
-
ভবিষ্যৎ অন্ধকার: লিগ না হওয়ায় ফুটবলারদের রুজিরুজি এবং ফিটনেস নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।
অসহায় ফুটবল মহল: যখন যুবভারতীতে মেসির আগমনে আলোর রোশনাই দেখা যাচ্ছে, তখনই তার অন্ধকার দিকটি সামনে এনে দিলেন হাবাস। মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের জৌলুসই কি এখন বেশি গুরুত্বপূর্ণ? হাবাসের এই তীব্র আক্রমণ সেই প্রশ্নকেই বড় করে তুলে ধরল।