শিক্ষক ও ছাত্রের সম্পর্কের মধ্যে যে কতটা পবিত্রতা ও সারল্য লুকিয়ে থাকে, তার এক অনন্য নজির দেখাল উত্তরপ্রদেশের এক খুদে স্কুল পড়ুয়া। ক্লাসরুমের ভেতরে প্রিয় শিক্ষিকাকে সে এমন এক উপহার দিল, যার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। দামি কোনও শৌখিন বস্তু নয়, বরং শিশুর মুঠো করা কাগজের ভাঁজেই লুকিয়ে ছিল একরাশ ভালোবাসা।
ঠিক কী ঘটেছিল? ‘দিব্যাডিজে৭৬২’ নামের একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, স্কুলের এক খুদে ছাত্রী তার প্রিয় শিক্ষিকার কাছে এসে হাতের মুঠোয় থাকা একটি কাগজ ধরিয়ে দেয়। শিক্ষিকা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করেন, “এর ভেতর কী আছে?” খুদে পড়ুয়া অত্যন্ত সাবলীলভাবে উত্তর দেয়, তার বাবা সম্প্রতি মুম্বই গিয়েছিলেন এবং সেখান থেকেই প্রিয় শিক্ষিকার জন্য বিশেষ উপহার এনেছেন।
কাগজের ভাঁজে কী ছিল? শিক্ষিকা যখন কৌতূহল নিয়ে কাগজের ভাঁজগুলো খুলতে শুরু করেন, তখন দেখা যায় ভেতরে সযত্নে মোড়ানো রয়েছে কয়েকটি মিষ্টি। মুম্বইয়ের সেই মিষ্টিগুলোই তার বাবা শিক্ষিকাকে দেওয়ার জন্য পাঠিয়েছেন। খুদে ছাত্রীর এই সারল্য এবং উপহার পৌঁছে দেওয়ার ভঙ্গি দেখে রীতিমতো অবাক ও আবেগপ্রবণ হয়ে পড়েন তরুণী শিক্ষিকা।
নেটপাড়ার প্রতিক্রিয়া: ভিডিওটি সমাজ মাধ্যমে পোস্ট হতেই লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন। নেটিজেনদের মতে:
-
“দামি গয়না বা উপহারের চেয়েও এই একমুঠো ভালোবাসার মূল্য অনেক বেশি।”
-
একজন ব্যবহারকারী লিখেছেন, “শিক্ষক ও ছাত্রের এই নিখাদ সম্পর্কই আমাদের বেঁচে থাকার রসদ দেয়।”
উপসংহার: উত্তরপ্রদেশের এক সরকারি স্কুলের এই ছোট মুহূর্তটি প্রমাণ করে দিল যে, উপহারের মাপকাঠি তার দাম নয়, বরং তা দেওয়ার পেছনের উদ্দেশ্য ও আন্তরিকতা। এই ভিডিওটি বর্তমানে ইন্টারনেটে ‘সবচেয়ে মিষ্টি ভিডিও’ (Sweetest Video) হিসেবে পরিচিতি পাচ্ছে।