ভোটের বাদ্যি বাজতেই ফের পুরনো মেজাজে উত্তপ্ত হয়ে উঠল ব্যারাকপুরের শিল্পাঞ্চল। বুধবার অর্জুন সিংয়ের গড় বলে পরিচিত ভাটপাড়ার ‘মজদুর ভবন’ বা অর্জুন সিংয়ের বাড়ির সামনে তৃণমূল ও বিজেপি কর্মীদের মুখোমুখি অবস্থানে চরমে উঠল উত্তেজনা। পার্থ ভৌমিক ও অর্জুন সিং—ব্যারাকপুরের দুই চিরপ্রতিদ্বন্দ্বী নেতার অনুগামীদের স্লোগান-পাল্টা স্লোগানে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।
ঘটনার সূত্রপাত: এদিন তৃণমূল কংগ্রেসের একটি বিশাল মিছিল অর্জুন সিংয়ের বাড়ির সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় উত্তেজনার পারদ চড়তে শুরু করে। তৃণমূলের জমায়েত থেকে সমস্বরে ‘জয় বাংলা’ স্লোগান উঠতে থাকে। এর পাল্টা দিতে দেরি করেননি বিজেপি কর্মী-সমর্থকেরাও। অর্জুন সিংয়ের বাড়ির ভেতর ও সামনে থেকে ওঠে ‘জয় শ্রী রাম’ ধ্বনি।
পুলিশের ত্রিস্তরীয় নিরাপত্তা: পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে আঁচ করে আগেভাগেই কোমর বেঁধে নামে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। কোনওভাবেই যাতে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে না পড়ে, তার জন্য অর্জুন সিংয়ের বাড়ির কিছুটা দূরেই পর পর তিনটি ব্যারিকেড দেওয়া হয়। ব্যারিকেডের একদিকে ছিল তৃণমূলের জমায়েত এবং অন্যদিকে বিজেপির প্রতিরোধ।
ব্যারাকপুরে পার্থ-অর্জুন যুদ্ধ: শিল্পাঞ্চলের রাজনীতিতে পার্থ ভৌমিক এবং অর্জুন সিংয়ের লড়াই নতুন কিছু নয়। কিন্তু ভোটের মুখে অর্জুনের বাড়ির ঠিক সামনে তৃণমূলের এই জমায়েতকে ঘিরে নতুন করে উস্কানির অভিযোগ তুলছে বিজেপি। অন্যদিকে, তৃণমূলের দাবি—এটি ছিল তাঁদের পূর্বনির্ধারিত কর্মসূচি এবং এতে ভয় পাওয়ার কিছু নেই।
বর্তমান পরিস্থিতি: এলাকায় এখনও ব্যাপক উত্তেজনা রয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। পুলিশি ব্যারিকেডের কারণে বড়সড় কোনও রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানো গেলেও, শিল্পাঞ্চলের থমথমে পরিবেশ বুঝিয়ে দিচ্ছে যে আগামী ভোট পর্যন্ত ব্যারাকপুরের মাটি তপ্তই থাকবে।