যুবভারতী-বিতর্কে এবার রাজীব কুমারকে শোকজ! ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিল তদন্ত কমিটি

যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির সঙ্গে ছবি তোলাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক এবার পৌঁছে গেল রাজ্য পুলিশের শীর্ষস্তরে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত তদন্ত কমিটি এবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করল। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন এই কমিটি রাজীব কুমারের কাছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব করেছে।

সূত্রের খবর, আজকের মধ্যেই এই শোকজের সন্তোষজনক উত্তর দিতে হবে ডিজি-কে। মেসি-কাণ্ডে নিরাপত্তার ফাঁকফোকর নাকি প্রটোকল ভাঙার অভিযোগ— ঠিক কোন কারণে এই কড়া পদক্ষেপ, তা নিয়ে প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

‘বাঁচানোর ছক’ দেখছেন নজরুল ইসলাম: তবে সরকারের এই পদক্ষেপকে মোটেও ভালো চোখে দেখছেন না অবসরপ্রাপ্ত দুঁদে পুলিশ কর্তা নজরুল ইসলাম। তাঁর সাফ দাবি, এই শোকজ আসলে একটি ‘আইওয়াশ’ বা লোকদেখানো নাটক। নজরুলের মতে, রাজীব কুমারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নয়, বরং তাঁকে আইনি সুরক্ষা দিতে বা জনরোষ থেকে বাঁচাতেই এই কমিটির মাধ্যমে শোকজ করা হয়েছে।

রাজনৈতিক মহলে তোলপাড়: ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ইস্তফার পর এবার খোদ ডিজি-র দিকে তদন্তের আঙুল ওঠায় অস্বস্তিতে রাজ্য সরকার। বিরোধীদের প্রশ্ন, শোকজ কি সত্যিই কোনও শাস্তির পূর্বভাস, নাকি নজরুল ইসলামের দাবি মতো প্রিয় পাত্রকে রক্ষা করার কৌশল? উত্তর মিলবে ২৪ ঘণ্টা পরেই।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy