ঘরের মানুষই কি খুনি? বড়দিনের আগেই মিতিন মাসির হাতে বিস্ফোরক ক্লু! ট্রেলারেই কাঁপিয়ে দিলেন কোয়েল

শীতের শিরশিরানি আর বড়দিনের ছুটির মেজাজ— সবকিছুর মধ্যেই এবার রহস্যের পারদ চড়াতে ফিরছেন তিলোত্তমার প্রিয় গোয়েন্দা ‘মিতিন মাসি’। মঙ্গলবার হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজির পড়ুয়াদের উপচে পড়া ভিড়ে মুক্তি পেল সুরিন্দর ফিল্মস প্রযোজিত ‘মিতিন – একটি খুনের সন্ধানে’ ছবির ট্রেলার ও মিউজিক।

গল্পের বুনোট: প্রয়াত সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের জনপ্রিয় গোয়েন্দা কাহিনি অবলম্বনে এটি মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। এবারের তদন্ত আগের থেকেও অনেক বেশি জটিল এবং মনস্তাত্ত্বিক। গল্পের কেন্দ্রে এক নারী (কনীণিকা বন্দ্যোপাধ্যায়), যাঁর স্বামী (সাহেব চট্টোপাধ্যায়) রহস্যজনকভাবে খুন হন। আপাতদৃষ্টিতে সাহেবকে খুব শান্ত মনে হলেও, তদন্তে নামার পর মিতিন দেখেন তাঁর জীবনের আনাচে-কানাচে লুকিয়ে ছিল পরকীয়া, ব্ল্যাকমেল আর পারিবারিক কলহ।

ট্রেলারের চমক: ট্রেলারটি শুরু হয় কনীণিকার একটি ফোনকল দিয়ে, যেখানে তিনি মিতিনকে স্বামীর খুনের খবর জানান। খুনি কি বাইরের কেউ, না কি অন্দরমহলেই লুকিয়ে ছিল ঘাতক? তদন্ত যত এগোয়, ততই স্পষ্ট হয় সম্পর্কের গোপন ক্ষতগুলো। কোয়েল মল্লিককে এখানে দেখা যাচ্ছে একেবারে অ্যাকশন মোডে, যেখানে বুদ্ধি আর সাহসের লড়াইয়ে তিনি খুনিকে জালে বন্দি করার ছক কষছেন।

তারকাখচিত সন্ধ্যা: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, কোয়েল মল্লিক, কনীণিকা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী এবং সাহেব চট্টোপাধ্যায়। ছবির সুরকার জিৎ গাঙ্গুলী, শিল্পী অরুণিতা কাঞ্জিলাল ও আরমান খান তাঁদের গানে অনুষ্ঠান জমিয়ে দেন। জিৎ গাঙ্গুলীর সুরে ‘দিনে দিনে’ বা ‘সাইয়াঁ’-র মতো গানগুলো ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।

পরিচালকের বয়ান: অরিন্দম শীলের কথায়, “এই ছবিতে মিতিন অনেক বেশি আত্মদর্শী। এখানে চরিত্ররাই ধাপে ধাপে নিজেদের মুখোশ খুলে ফেলে রহস্য সমাধান করবে।” বড়পর্দায় ‘স্বার্থপর’ ছবির পর কোয়েল মল্লিকের এই গোয়েন্দা অবতার দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা।

আগামী ২৫ ডিসেম্বর, বড়দিনের উপহার হিসেবে সিনেমা হলে মুক্তি পেতে চলেছে ‘মিতিন – একটি খুনের সন্ধানে’।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy