শুটিং সেটে রক্তাক্ত সুপারস্টার জিৎ! আচমকা বন্ধ হয়ে গেল ‘বিপ্লবী’র কাজ, বড় বিপদে টলিউডের বস?

টলিউড সুপারস্টার জিৎ-এর নতুন ছবির শুটিংয়ে বড়সড় বিপত্তি। পথিকৃৎ বসুর পরিচালনায় ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবির কাজ চলাকালীন সেটে গুরুতর চোট পেলেন অভিনেতা। এই দুর্ঘটনার জেরে মাঝপথেই থমকে গিয়েছে ছবির শুটিং। আপাতত চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছেন টলিপাড়ার ‘বস’।

প্রযোজনা সংস্থা সূত্রে খবর, গত পরশু শুটিং চলাকালীন আচমকাই চোট পান জিৎ। হাতে আঘাত লাগার পরেই প্রবল যন্ত্রণায় কাতর হয়ে পড়েন তিনি। প্রাথমিক চিকিৎসার পর শুটিং তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয়। চলতি সপ্তাহজুড়েই শুটিংয়ের সিডিউল থাকলেও জিতের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সব ডেট পিছিয়ে দেওয়া হয়েছে। পরিচালক পথিকৃৎ বসু জানিয়েছেন, জিতের সুস্থতাই এখন প্রথম অগ্রাধিকার, তাই কাজ ফের কবে শুরু হবে তা এখনই বলা যাচ্ছে না।

এই ছবিতে জিৎ যে চরিত্রে অভিনয় করছেন, তা বাংলার ইতিহাসের অন্যতম বিতর্কিত ও রোমাঞ্চকর ব্যক্তিত্ব— অনন্ত সিংহ। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক থেকে পরবর্তী জীবনে ব্যাংক ডাকাতির অভিযোগ— অনন্ত সিংহের জীবন যেন সিনেমার চেয়েও বেশি নাটকীয়।

বিপ্লবী সত্তা: মাস্টারদা সূর্য সেনের প্রিয় পাত্র হিসেবে ব্রিটিশদের নাভিশ্বাস তুলেছিলেন তিনি।

ডাকাতির অভিযোগ: ১৯৬০-এর দশকে ব্যাংক ডাকাতির অভিযোগে তাঁকে জদুগড় থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

রহস্য: লোককথা বলে, তিনি নিজের জন্য নয়, বরং গরিবদের সাহায্য করতেই ডাকাতির পথে পা বাড়িয়েছিলেন।
১ মিনিট ১৪ সেকেন্ডের টিজার ভিডিও ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে। স্বাধীনতা সংগ্রামী নাকি দস্যু— এই অমীমাংসিত প্রশ্নকে ঘিরেই এগোবে ছবির গল্প। টোটা রায় চৌধুরীর ভরাট কণ্ঠস্বর এবং জিতের অচেনা ‘রাফ অ্যান্ড টাফ’ লুক দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। ছবিতে সুর দিচ্ছেন প্রখ্যাত সুরকার শান্তনু মৈত্র এবং মেকআপের দায়িত্বে রয়েছেন সোমনাথ কুণ্ডু।

মুক্তির অপেক্ষায় ভক্তরা
কলকাতা, ঝাড়খণ্ড ও ম্যাসাঞ্জোর ড্যামের বিভিন্ন লোকেশনে ছড়িয়ে রয়েছে এই ছবির শুটিং। নন্দী মুভিজ প্রযোজিত এই পিরিয়ড ড্রামাটি ২০২৬ সালে মুক্তির পরিকল্পনা থাকলেও, জিতের চোটের কারণে ক্যালেন্ডারে বড় বদল আসতে পারে। আপাতত অনুরাগীরা জিতের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy