অস্কারের দৌড়ে ভারত! শর্টলিস্টেড নীরজ-করণের ‘হোমবাউন্ড’, আবেগে ভাসলেন কেজো

ভারতীয় সিনেমার জন্য গর্বের মুহূর্ত! ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে ইতিহাস গড়ার পথে পরিচালক নীরজ ঘাইওয়ানের ছবি ‘হোমবাউন্ড’। বিশ্বের তাবড় তাবড় সিনেমাকে টেক্কা দিয়ে অস্কার ২০২৬-এর সেরা ১৫টি ছবির শর্টলিস্টে জায়গা করে নিয়েছে এই সিনেমা। এই খুশির খবরে সোশ্যাল মিডিয়ায় আবেগ ধরে রাখতে পারলেন না ছবির অন্যতম প্রযোজক করণ জোহর।

করণের চোখে জল, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট
খবরটি পাওয়ার পরপরই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করেন করণ জোহর। তিনি লেখেন, “আমি ভাষা হারিয়ে ফেলেছি। ‘হোমবাউন্ড’-এর যাত্রা আমাদের ফিল্মোগ্রাফিতে এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। কান চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে অস্কারের শর্টলিস্ট— এই পথ চলাটা অসাধারণ। নীরজ, আমাদের সবার স্বপ্ন সত্যি করার জন্য তোমায় ধন্যবাদ।” ছবির পুরো কাস্ট ও ক্রু-কে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তিনি।

কী আছে ‘হোমবাউন্ড’-এর গল্পে?
অস্কারের পরবর্তী রাউন্ডে জায়গা করে নেওয়া এই ছবিটি শৈশবের দুই বন্ধু শোয়েব (ঈশান খাট্টার) এবং চন্দন (বিশাল)-এর জীবনকাহিনি। পুলিশে যোগ দেওয়ার প্রবল ইচ্ছা এবং সেই স্বপ্নপূরণের পথে তাঁদের বন্ধুত্ব, কর্তব্যবোধ ও সামাজিক চাপের দ্বন্দ্ব ঘিরেই আবর্তিত হয়েছে চিত্রনাট্য। ছবিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। বর্তমানে ছবিটি নেটফ্লিক্সে স্ট্রিম হচ্ছে।

অস্কারের ময়দানে আর কারা রয়েছে?
এবারের অস্কারে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের শর্টলিস্টে ভারতের ‘হোমবাউন্ড’ ছাড়াও রয়েছে বিশ্বের আরও ১৪টি দেশ থেকে আসা সেরা সব ছবি। তালিকায় আর্জেন্টিনার ‘বেলেন’, ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’, জাপানের ‘কোকুহো’ এবং ফ্রান্সের ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’-এর মতো সিনেমা রয়েছে। তবে ভারতীয় দর্শকদের নজর এখন শুধুই ঈশান-জাহ্নবীর এই ছবির দিকে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy