‘আমি একজন জনপ্রতিনিধি, আমাকে চুল্লিতে পুড়িয়ে দিন’, খসড়া তালিকায় কাউন্সিলরকে মৃত দেখানোয় শ্মশানে গিয়ে কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ

ভোটার তালিকা সংশোধনের (SIR) খসড়া তালিকা প্রকাশিত হতেই হুগলির ডানকুনিতে চাঞ্চল্যকর ঘটনা। জলজ্যান্ত তৃণমূল কাউন্সিলর সূর্য দে-কে খসড়া ভোটার তালিকায় ‘মৃত’ দেখানো হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র শোরগোল এবং তৃণমূলের পক্ষ থেকে কটাক্ষ শুরু হওয়ায় নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন।

কমিশনের তৎপরতা ও রিপোর্ট তলব:

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) এই ঘটনায় হুগলির জেলাশাসকের কাছে দ্রুত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। কার ভুলে ডানকুনির তৃণমূল কাউন্সিলরকে খসড়া তালিকায় মৃত দেখানো হলো, তা খতিয়ে দেখে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে।

  • বিএলও-র ভূমিকা: কমিশন সূত্রে খবর, নাম বাদের আগে বিএলএ-দের সঙ্গে বিএলও-র যে বৈঠক হয়েছিল, সেই সময় সূর্য দে-র নাম বাদ যায়নি। কিন্তু পরে বিএলও যখন নাম তোলেন, তখন তাঁর নাম ‘মৃত’ হিসেবে দেখানো হয়। কীভাবে এই ভুল হলো, সেটাই জানতে চাইছে কমিশন।

কাউন্সিলরের শ্মশানে গিয়ে প্রতিবাদ:

এই ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলর সূর্য দে নির্বাচন কমিশনকে সরাসরি কটাক্ষ করেছেন। তিনি প্রতীকী প্রতিবাদ জানাতে সোজাসুজি শ্মশানে চলে আসেন।

তিনি বলেন, “নিজেই হেঁটে আসলাম, নিজের সৎকারের জন্য। আমি একজন জনপ্রতিনিধি। আমাকে দেখানো হচ্ছে আমি মৃত। তীব্র নিন্দা করছি। আমি এখন শ্মশানে এসেছি। নির্বাচন কমিশনের যাঁরা আধিকারিক রয়েছেন, তাঁদের আবেদন করব, আমাকে এসে চুল্লিতে পুড়িয়ে দিন।

তৃণমূলের কটাক্ষ:

তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীও এই ঘটনায় কমিশনকে কটাক্ষ করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন:

“ডানকুনি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের বাসিন্দা। তাঁর ক্রমিক নম্বর ৪০, বুথ নম্বর ২২৬। মঙ্গলবার ভোটার তালিকা অনুযায়ী তিনি মৃত। এটা SIR না ফাজলামি হচ্ছে?

এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রথম থেকেই তৃণমূল সরব। তাদের হুঁশিয়ারি ছিল—কোনও বৈধ ভোটারের নাম বাদ গেলে আন্দোলন হবে। এই আবহে দলেরই কাউন্সিলরকে ‘মৃত’ দেখানোয় তৃণমূলের ক্ষোভ আরও বেড়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy