ইমিটেশনের গহনা ভেবে চুরি, পুলিশের গাড়ি দেখেই বস্তা ভর্তি সামগ্রী ফেলে পালাল চোর, উদ্ধার ৩ লক্ষ টাকার গহনা

সোনার গহনা ভেবে ইমিটেশনের গহনা চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক ব্যক্তি। হাওড়ার জগৎবল্লভপুরে ইমিটেশনের গহনা তৈরির কারখানার এজবেস্টারের ছাদ ভেঙে চুরি করে পালিয়ে যাওয়ার সময় টহলরত পুলিশের গাড়ি দেখে বস্তা ভর্তি গহনা ফেলে পালিয়ে যায় দুই চোর। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করে পুলিশ।

ধরা পড়ল এক, পলাতক এক:

ঘটনার পর পুলিশি অভিযানে আমতা থানার অন্তর্গত সেনেরডাঙ্গা থেকে গ্রেফতার করা হয়েছে স্বদেশ রায় নামে এক ব্যক্তিকে। প্রায় তিন লক্ষ টাকার ইমিটেশনের গহনা উদ্ধার করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। চুরির এই ঘটনায় জড়িত অপর এক চোর এখনও পলাতক।

চুরির কারণ ও চোরের দাবি:

পুলিশের হাতে ধৃত স্বদেশ রায়ের দাবি, তাঁদের কাছে খবর ছিল যে ওই কারখানায় সোনার গহনা তৈরি হয়, সেই অনুযায়ী তারা চুরির পরিকল্পনা করেছিল। চুরি করে পালানোর সময় পুলিশের টহলরত গাড়ি দেখেই তারা ভয় পেয়ে চুরির সামগ্রী ফেলে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে খবর, ধৃত স্বদেশ রায়কে আজ হাওড়া আদালতে পেশ করা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে পলাতক অপর সঙ্গীর খোঁজ করবে। সিসিটিভি ফুটেজ এবং ধৃতকে জেরা করে এই চক্রের বাকি সদস্যদের সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছে জগৎবল্লভপুর থানার পুলিশ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy