নির্ভুল ভোটার তালিকা প্রকাশের আশ্বাস দিলেও, খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই ধরা পড়ল এক মারাত্মক ত্রুটি। খোদ বুথ লেভেল অফিসার (BLO)-এর দাদার নামের পাশে স্থান পেয়েছে অজ্ঞাতপরিচয় এক মহিলার ছবি। কমিশনের তরফে এই ভুলের কারণ কী, তা নিয়ে ধন্দে পড়েছেন স্বয়ং ওই বিএলও।
নির্বাচন কমিশনের তরফে মঙ্গলবারই খসড়া ভোটার তালিকা রাজ্যের প্রতিটি বিএলও-র হাতে পৌঁছে গেছে। বাঁকুড়া বিধানসভার ৭০ নম্বর বুথের বিএলও জগবন্ধু দে নিজের বুথের ভোটারদের তালিকা দেখাচ্ছিলেন। সেই সময় তালিকায় তাঁর নিজের দাদা রাজু দে-র নাম দেখতে গিয়ে রীতিমতো চমকে ওঠেন।
বিএলও-র দাবি ও আতঙ্ক:
রাজু দে-র নাম, পিতার নাম, বয়স, লিঙ্গ-সহ অন্যান্য তথ্য যথাযথ থাকলেও, তাঁর নামের পাশে ছবি রয়েছে এক অজ্ঞাতপরিচয় মহিলার। বিএলও জগবন্ধু দে-র দাবি, তাঁর দাদা কাজের সূত্রে ভিন জেলায় থাকেন। কিন্তু অন্যান্য ভোটারদের মতোই তাঁর দাদাও এনুমারেশন ফর্মে নিজের ছবি-সহ যথাযথ তথ্য জমা দিয়েছিলেন। সেই তথ্য তিনি নিজেই হাতে কমিশনের পোর্টালে ডিজিটাইজড করেছিলেন। তাই তাঁর মতে, তথ্য ডিজিটাইজড করার ক্ষেত্রে কোনও ভুল হয়নি।
এরপরেও খসড়া তালিকায় দাদার নামের পাশে কীভাবে অন্য মহিলার ছবি এল, তা দেখে তিনি হতবাক। তাঁর আশঙ্কা, এই ত্রুটির ফলে আগামীদিনে দাদার ভোট দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তিনি জানান, দ্রুত সংশোধনী ফর্ম পূরণ করে এই ছবি সংক্রান্ত ত্রুটি সংশোধন করার পদক্ষেপ নেওয়া হবে।