ভোটার তালিকা সংশোধনের (SIR) খসড়া প্রকাশের পরই এবার ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে নিজের বাসভবনে জরুরি বৈঠক করছেন, ঠিক তখনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি বড় মন্তব্য করে বসলেন। তাঁর দাবি, এসআইআর প্রক্রিয়ার পর তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের ব্যবধান আর রইল না। তিনি হুঁশিয়ারি দেন যে, ১৪ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলে আরও নাম বাদ যাবে।
শুভেন্দু অধিকারীর পরিসংখ্যান:
নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী লোকসভা ভোটের পরিসংখ্যান টেনে এনেছেন। তিনি বলেন:
“২০২৪ এর লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে বিজেপির ভোট ব্যবধান ছিল ২১ লক্ষ। আমরা পেয়েছিলাম ২ কোটি ৩৩ লক্ষ ২৭ হাজার। আর ওরা ২ কোটি ৭৫ লক্ষের আশপাশে। অর্থাৎ ৪১ লক্ষের মতো ভোটারের গ্যাপ ছিল। মূলত, তৃণমূল ভার্সেস-বিজেপির যে লড়াই বাংলায় হচ্ছে, তাতে আমাদের সঙ্গে ওদের তফাৎ ২১ লক্ষ।”
বিজেপি নেতার দাবি, ৫৮ লক্ষ ভোট বাদ দেওয়ার মধ্যে থেকে প্রমাণ হয়েছে বিজেপির সঙ্গে ওদের [তৃণমূলের] কোনও তফাৎ এই মুহূর্তে নেই। তাঁর মতে, এই ব্যবধান প্রায় ২১ লক্ষ ছিল, যা এখন কমে গিয়েছে। চূড়ান্ত তালিকা বের হলে বাদ যাওয়ার সংখ্যা আরও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।
তৃণমূলের কড়া জবাব:
শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী। তিনি বলেন:
“ডিসেম্বর এলেই শুভেন্দুর অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার (OCD) হয়। ২০২৩-এ প্রতি সপ্তাহে সরকার ফেলে দিত। ১ কোটি ২০ লক্ষের মধ্যে কোথায় গেল মুসলমান-রোহিঙ্গারা?”
অর্থাৎ, তৃণমূল নেতা শুভেন্দুর দাবিকে স্রেফ রাজনৈতিক চাপানউতোর এবং মনস্তাত্ত্বিক সমস্যা বলে উড়িয়ে দিয়েছেন।