আইপিএল নিলামে রেকর্ড, ২৫ কোটি ২০ লক্ষ টাকায় ক্যামেরন গ্রিনকে কিনল কেকেআর, আইপিএলের সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার অজি অলরাউন্ডার

২০২৬ সালের মিনি নিলামে বিশাল অঙ্কের বিড করে ইতিহাস সৃষ্টি করল কলকাতা নাইট রাইডার্স (KKR)। অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে তারা কিনে নিল ২৫ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে। যদিও গ্রিন ব্যাটার হিসেবে নিলামে নাম লিখিয়েছিলেন, তবুও তিনি KKR-এর জন্য একজন ফিনিশার ও অলরাউন্ডারের ভূমিকা পালন করবেন।

নিলামের শুরু থেকেই রাজস্থান রয়্যালসের সঙ্গে কেকেআরের তীব্র লড়াই চলছিল। ১৬ কোটি পর্যন্ত যাওয়ার পর রাজস্থান সরে দাঁড়ালেও, লড়াইয়ে ঢোকে চেন্নাই সুপার কিংস। কিন্তু শেষ অবধি নিলামের টেবিলে ভেঙ্কি মাইসোররা চেন্নাইকে টেক্কা দিয়ে গ্রিনকে ছিনিয়ে নেন।

রেকর্ড ভাঙলেন গ্রিন:

  • সবচেয়ে দামি বিদেশি: ক্যামেরন গ্রিন এখন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার। তিনি মিচেল স্টার্কের (২৪ কোটি ৭৫ লক্ষ টাকা) রেকর্ড ভাঙলেন, যাকে KKRই ২০২৪ সালের নিলামে কিনেছিল।

  • আইপিএলের ইতিহাসে তৃতীয় দামি: গ্রিন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন। প্রথম স্থানে রয়েছেন ঋষভ পন্থ (২৭ কোটি), এবং দ্বিতীয় স্থানে শ্রেয়স আইয়ার।

  • পারফরম্যান্স: আইপিএলে ২৯ ম্যাচে গ্রিন এখনও অবধি ৭০৭ রান করেছেন এবং ১৬টি উইকেট নিয়েছেন।

পাথিরানা এলেন, আইয়ার গেলেন:

গ্রিনকে কেনার পর KKR শ্রীলঙ্কান পেসার মাথিসা পাথিরানাকেও ১৮ কোটি টাকায় দলে নিয়েছে। পাথিরানার নাম নিলামে উঠলে প্রথমে চেন্নাই, দিল্লি ও লখনউ লড়াই শুরু করে। কিন্তু দাম ১৩ কোটি ছাড়ালে চেন্নাই, এবং ১৬ কোটি ছাড়ালে দিল্লি সরে দাঁড়ায়। শেষ পর্যন্ত ১৮ কোটিতে শাহরুখ খানের দল পাথিরানাকে কিনে নেয়।

এদিকে, KKR-এর ছেড়ে দেওয়া ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ারকে ৭ কোটি টাকায় দলে নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। গতবার KKR-এ তাঁর মূল্য ছিল ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা, যা থেকে তাঁর দাম এবার অনেকটাই কমে গেল। ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে লড়াইয়ে KKR নামলেও গ্রিনকে পাওয়ার পর আর মরিয়া চেষ্টা করেনি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy