ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি, ২.১০ কোটি টাকা ব্যয়ে রায়দিঘিতে তৈরি হচ্ছে অত্যাধুনিক সাইক্লোন শেল্টার, খুশি সাধারণ মানুষ

ঘূর্ণিঝড়-বিধ্বস্ত উপকূলীয় অঞ্চলের মানুষের সুরক্ষার জন্য এবার নতুন সাইক্লোন শেল্টার পেতে চলেছে রায়দিঘি। এর আগে এলাকায় চারটি সাইক্লোন শেল্টার থাকলেও, নতুন করে আরও একটি অত্যাধুনিক আশ্রয়কেন্দ্র তৈরির কাজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ দুর্যোগ ব্যবস্থাপনা ও নাগরিক প্রতিরক্ষা বিভাগ কর্তৃক প্রায় ২ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে এই শেল্টারটি রায়দিঘী অঞ্চলের দাসজানা পাড়ার হাসপাতাল গ্রাউন্ডে তৈরি করা হবে।

এই সমস্ত এলাকার ক্ষেত্রে বিপর্যয়ের সময় সাধারণ মানুষজনের একমাত্র ভরসা সাইক্লোন শেল্টার। নতুন এই শেল্টারটি পাওয়ায় স্বভাবতই খুশি এলাকার মানুষজন।

শেল্টারে থাকবে বিশেষ পরিষেবা:

শেল্টারটি মজবুত কংক্রিট দিয়ে তৈরি এবং উঁচু প্ল্যাটফর্মে নির্মিত হবে, যা ঘূর্ণিঝড়ের তীব্র বাতাসের চাপ ও জলোচ্ছ্বাস সহ্য করার ক্ষমতা রাখবে। এখানে সমস্ত অত্যাধুনিক পরিষেবা যেমন— উন্নত যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, পানীয় জল, শৌচাগার ও দীর্ঘ সময়ের জন্য থাকার ব্যবস্থা থাকবে। এছাড়া, শেল্টারে ত্রাণ এবং ওষুধও মজুত করে রাখা হবে।

এই বহুমুখী শেল্টারটি স্বাভাবিক সময়ে কমিউনিটি হল হিসেবে ব্যবহার করা যাবে এবং অন্যান্য সামাজিক কাজেও ব্যবহারের অনুমতি মিলেছে।

ক্ষমতা ও বিধায়কের বক্তব্য:

জানা গিয়েছে, সাধারণ পরিস্থিতিতে প্রায় ৫,০০০ ব্যক্তি একসঙ্গে এই কমিউনিটি হলটি ব্যবহার করতে পারবেন। তবে আপদকালীন পরিস্থিতিতে প্রায় কুড়ি হাজার মানুষ একসঙ্গে আশ্রয় নিতে পারবেন এমন ব্যবস্থা করা হচ্ছে।

রায়দিঘির বিধায়ক ড. অলক জলদাতা এই বিষয়ে জানিয়েছেন, “রায়দিঘি এলাকায় প্রায়শই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ে। অনেক সময় বিপর্যয় দেখা দিলে স্থানীয় মানুষজনকে স্কুলে সরাতে হত। এখন তারা এই নতুন ও মজবুত শেল্টারে বিপদের দিনে নিরাপদে থাকতে পারবেন।” এই নতুন শেল্টারটি এই অঞ্চলের দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে একটি দীর্ঘমেয়াদী কার্যকরী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy